কুড়িগ্রামের ভুরুঙ্গামারিতে হলুদের বদলে বুনদিয়া তৈরির রং দিয়ে রান্না করা খাবার খেয়ে ২০ ছাত্র অসুস্থ হয়ে পড়েছে। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের পাটেশ্বরী হামিউচ্ছুন্নাহ বরকতিয়া মাদ্রাসায়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মামুন ভুইয়া (চ:দা:)সহ অভিভাবকরা ঘটনাস্থলে ছুটে যান। মাদ্রাসার সুপার রমজান আলী জানান, শনিবার দুপুরে উপজেলার বাড়াইটারী গ্রামের জনৈক আলহাজ্জ্ব সেকেন্দার আলী মাদ্রাসার ছাত্রদের জন্য ধর্মীয় মান্নাতের মাধ্যমে কুরবাণি করা কিছু গরুর মাংস দেন। মাংস রান্নার জন্য ওই এলাকার ডিপেরহাট দোকান থেকে বছির উদ্দিনের ছেলে ব্যবসায়ী লাবু মিয়ার কাছে মসলা ও হলুদ ক্রয় করা হয়। এসময় লাবু মিয়া হলুদের বদলে বুনদিয়া তৈরির জন্য যে রং ব্যবহার করা হয় তা দেয়। সেই রান্না করা খাবার খেলে সন্ধ্যার দিকে ছাত্রদের পেট ব্যাথা ও বমি শুরু হলে তারা অসুস্থ্য হয়ে পড়ে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় রাতে ছাত্রদের ভুরুঙ্গামারী হাসপাতালে ভর্তি করা হয়। ভুরুঙ্গামারী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু সাজ্জাদ মো. সায়েম জানান, ২০ জন ছাত্র বমি ও পাতলা পায়খানা করা অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। তারা এখন আশংকামুক্ত। এ ব্যাপারে ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার মামুন ভুইয়া (চ:দা:) জানান, ঘটনাস্থল পরিদর্শন করে ছাত্রদের দ্রুত চিকিৎসার জন্য ডাক্তারদের পরামর্শ দেয়া হয়। লিখিত অভিযোগ পেলে ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।