:ঝালকাঠি ২০ নভেম্বর ২০১৭: কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সাংবাদিকদের ১৪ দফা দাবী আদায়ের লক্ষে ১লা ডিসেম্বর কুয়াকাটার উদ্দেশ্যে মোটরসাইকেল শোভাযাত্রা, লিফলেট বিতরণ ও পথসভা করবে বিএমএসএফ ঝালকাঠি জেলা কমিটি। সোমবার সংগঠনের ঝালকাঠি কোর্ট রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) জেলা সভাপতি ও একুশে টিভি প্রতিনিধি আজমীর হোসেন তালুকদার। সভায় কেন্দ্র ঘোষিত ডিসেম্বর মাসব্যাপী নানা কর্মসূচী যথাযথ মর্যাদায় উদযাপনের জন্য সিদ্ধান্ত গ্রহন করা হয়।সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী পহেলা ডিসেম্বর শুক্রবার সকাল ৮টায় ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে মোটর সাইকেল শোভাযাত্রাটি কুয়াকাটার উদ্দেশ্যে রওয়ানা হবে। শোভাযাত্রাটি ঐদিন সকাল সাড়ে ৮টায় বরিশাল রুপাতলী এলাকায় বরিশালের সাংবাদিকদের সাথে পথসভায় মিলিত হয়ে সমাবেশ ও লিফলেট বিতরন করবে। এরপর শোভাযাত্রাটি কুয়াকাটার উদ্দেশ্যে রওয়ানা হয়ে সকাল ৯টায় বাকেরগঞ্জ বাসষ্ট্যান্ডে স্থানীয় সাংবাদিকদের সাথে পথসভায় মিলিত হবেন। সকাল সাড়ে ৯টায় শোভাযাত্রাটি কুয়াকাটার উদ্দেশ্যে রওয়ানা হয়ে সকাল ১১টায় পটুয়াখালীর সাংবাদিকদের সাথে পথসভায় মিলিত হবেন। শোভাযাত্রাটি সাড়ে ১১টায় কুয়াকাটার উদ্দেশ্যে রওয়ানা হয়ে বেলা ১২টায় কলাপাড়ার সাংবাদিকদের সাথে পথসভায় মিলিত হবেন। বেলা সাড়ে ১২টায় শোভাযাত্রাটি কলাপাড়া থেকে কুয়াকাটার উদ্দেশ্যে রওয়ানা হবেন এবং বেলা ১টায় কুয়াকাটায় পৌঁছে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হবে। কর্মসূচীতে বরিশাল অঞ্চলের সাংবাদিকদের সহযোগিতা ও সফল অংশগ্রহন কামনা করা হয়।সমাবেশ থেকে অবিলম্বে সরকার কর্তৃক সারাদেশের পেশাদার সাংবাদিকদের তালিকা দ্রুত প্রণয়ন এবং প্রণীত তালিকা দ্রুত ঘোষণা, সাংবাদিক নির্যাতন বন্ধে সুরক্ষা আইন প্রণয়ন, সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়ন, সাংবাদিক নিপিড়নকারী ৫৭ ধারা বাতিল, সাংবাদিকদের প্রানের দাবী ৯ম ওয়েজবোর্ড ঘোষণাসহ ১৪ দফা দাবী বাস্তবায়নের দাবী তোলা হবে।সভায় বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর, সাংগঠনিক সম্পাদক এসএম রেজাউল করিম, জেলা কমিটির সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু, প্রচার সম্পাদক রুহুল আমিন রুবেল, ইব্রাহিম শাকিল, আব্দুল মান্নান তৌহিদ ও খায়রুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় কর্মসূচী সফল করতে বাংলাদেশ প্রতিদিন’র এসএম রেজাউল করিমকে আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।