’৭৫-এর খুুনি ও তাদের ধারক বাহকরা এখনো বাংলাদেশে সক্রিয় : ইনু

0
1404

বাসস| জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ’৭৫-এর খুুনি এবং তাদের ধারক বাহক ও দোসররা এখনো বাংলাদেশে সক্রিয়। যারা ৭৫-এ বাংলাদেশকে সংবিধানের বাইরে ঠেলে দিয়েছিল, যারা মুক্তিযুদ্ধকে নির্বাসনে পাঠিয়েছিল, তাদের ধারক-বাহক রাজাকার, যুদ্ধাপরাধী, সাম্প্রদায়িক শক্তি এবং তাদের পৃষ্ঠপোষক বিএনপি-জামায়াত এখনও চক্রান্তে লিপ্ত রয়েছেন বলে মন্ত্রী উল্লেখ করেন।

Advertisement

আজ শুক্রবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশে একটা ষড়যন্ত্রের জাল বিস্তারের চক্রান্ত চলছে এমন মন্তব্য করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আরো বলেন, এদেশে যদি আর কোনদিন রাজাকার সমর্থিত এবং সামরিক সরকার ক্ষমতায় না আসে তবেই বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবেন।

এ সময় জেলা প্রশাসক জহির রায়হানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি মিরপুর উপজেলার বহলবাড়িয়া ও খাদিমপুরে দুটি নতুন রাস্তার উদ্বোধন করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here