উজিরপুরে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ৩৬তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।

0
1341

উজিরপুর প্রতিনিধি ঃ উজিরপুরে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৩৬তম ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে ব্যাপক আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১২টায় শিকারপুর বন্দরে একটি র‌্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন ফেরিঘাট পাকাসড়কের পাশে এক আলোচনা সভার আয়োজন করেন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি এস,এম জামাল হোসেন, সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, সাধারণ সম্পাদক আঃ মজিদ সিকদার বাচ্চু, যুবলীগ সভাপতি ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামাল হোসেন সবুজ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহরাব হোসেন মল্লিক, ছাত্রলীগ সভাপতি অসিম কুমার ঘরামী, সাধারণ সম্পাদক জালিজ মাহমুদ শাওন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অশোক কুমার হাওলাদার, শিকারপুর ইউপি নির্বাচনে আওলামীলীগ মনোনিত প্রার্থী সরোয়ার হোসেন হাওলাদার, ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মাঝি সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তারা বলেন ১৯৮১ সালের ১৭ মে এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মেধাবী রাজনীতিবিদ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করে দেশ মাতৃকার টানে স্বদেশে প্রত্যাবর্তন করেন। এ সময় লাখো জনতার ঢল নামে। এ কারনেই এই বঙ্গবন্ধুর তনয়া জননেত্রী শেখ হাসিনা সমগ্র বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধশালী দেশে পরিনত করেছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

sixteen + 6 =