উজিরপুরে সমন্বয় সভায় আইন শৃংখলার চরম অবনতি চেয়ারম্যানদের ক্ষোভ প্রকাশ

0
1252

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে আইন শৃংখলার চরম অবনতি। উপজেলার বিভিন্ন বাড়ী ও শিক্ষা প্রতিষ্ঠানে একের পর এক চুরির ঘটনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের উপজেলা মাসিক আইন শৃংখলা ও সমন্বয় সভায় ক্ষোভ প্রকাশ করে বক্তব্য প্রদান করেন। গতকাল ১৩ জুলাই বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালার সভাপতিত্বে মাসিক আইন শৃংখলা ও সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, সহকারী কমিশনার ভূমি রুম্পা সিকদার, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহম্মদুর রহমান, ডাঃ শওকত, উজিরপুর মডেল থানার ওসি তদন্ত হেলাল উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহীদুল হক, উপজেলা শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা দীনা খান, গুঠিয়া ইউনিয়ন চেয়ারম্যান ডাঃ দেলোয়ার হোসেন, সাতলার আব্দুল খালেক আজাদ, বামরাইল ইউসুফ হোসেন, শিকারপুর মোঃ ছরোয়ার হোসেন, জল¬া বিশ্বজিৎ হালদার নান্টু, হারতার ডাঃ হরেন রায়, ওটরার অধ্যক্ষ শাহাদাৎ হোসেন, শোলক কাজী হুমায়ুন কবিরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগন। সভায় সাতলা ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক আজাদ ক্ষোভ প্রকাশ করে বলেন কিছুদিন পর্যন্ত এলাকার ৭/৮টি বাড়ীতে চোরচক্ররা সিদঁ কেটে ঘরের ভিতর প্রবেশ করে ডাকাতি করে বের হয়। ওটরা ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন বলেন ইতিমধ্যে ১০ টি বাড়ীতে দুধর্ষ ডাকাতি হয়েছে। গুঠিয়া ইউপি চেয়ারম্যান ডাঃ দেলোয়ার হোসেন ক্ষোভ প্রকাশ করে আরও বলেন বাল্যবিবাহের ব্যাপারে এখন থেকে থানা পুলিশকে আর তথ্য দেয়া হবে না। কারণ কিছুদিন পূর্বে বাল্যবিবাহ পন্ড করে দুই পক্ষকে থানায় নিয়ে ৪০ হাজার টাকা নিয়ে ছেড়ে দেয়। আরও এক গ্র“পকে থানায় ডেকে এনে ৩০ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেয়। মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল হক ও প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম জানান, গুঠিয়া মাধ্যমিক বিদ্যালয়, নাথারকান্দি মাধ্যমিক বিদ্যালয়, ডহরপাড়া প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে, মামলাও হয়েছে। আসামী ধরা পড়েনি। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, ওসি গোলাম সরোয়ার অনলাইনে শেয়ার ব্যবসা নিয়ে অধিক সময় ব্যস্ত থাকেন। এ সময় ওসি (তদন্ত) তার বক্তব্যে বলেন, ইতিমধ্যেই চোরদের সনাক্ত করতে পুলিশ অফিসারদের নিয়োগ করা হয়েছে। প্রধান অতিথি হাফিজুর রহমান ইকবাল বলেন, মাদক সেবিরাই টাকা সংগ্রহের জন্য চুরি ডাকাতিতে জড়িয়ে পড়ে। অপরাধ নির্মূল করতে হলে গ্রাম পুলিশ, এলাকার সুশীল সমাজ, পুলিশসহ সকলকে এগিয়ে আসতে হবে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

19 + 11 =