উজিরপুরে সামর্থ্য প্রকল্পের মবিলাইজেশন সেমিনার অনুষ্ঠিত

0
456

উজিরপুর প্রতিনিধি ঃ ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তায় সামর্থ্য নামের একটি প্রকল্প বরিশাল জেলার ৬ টি উপজেলায় বান্তবায়িত হচ্ছে । সামর্থ্য প্রকল্প টি যৌথ ভাবে বাস্তবায়ন করছেন হেলভেটাসসুইসইন্টার কো-অপারেশন , বাংলাদেশ এগ্রো-প্রসের্সস এসোসিয়েশন (বাপা), ঢাকা আহছানিয়া মিশন, ট্রেড ক্রাফট এক্সচেঞ্চ ও বরিশাল চেম্বার ও কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি। এ প্রকল্পের চলমান কর্মকান্ড হিসাবে গত ৩০আগষ্ট ২০১৭ তারিখে উজিরপুর উপজেলা পরিষদের মিলানায়তনে এসএমসিই  ( ছোট,ক্ষুদ্র ও মাঝারী উদ্যেক্তা) দের মবিলাইজেশন ( সংগঠিতকরন কর্মশালা) সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত মবিলাইজেশন সেমিনারটির সঞ্চালন করেন সামর্থ্য প্রকল্পের বরিশাল  জেলা ব্যবস্থাপক কৃষিবিদ শামীম হাসান খান। মবিলাইজেশন সেমিনারের প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান (ইকবাল) এবং প্রোগ্রামটির সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ঝুমুর বালা। এখানে উল্লেখ্য যে বর্তমানে উজিরপুর উপজেলায় ৭৬ জন কৃষি প্রক্রিয়াজাতকরণ এমএমসিই ( ছোট,ক্ষুদ্র ও কুটির উদ্যেক্তা) রয়েছে যা সামর্থ্য প্রকল্পের রেপিডসার্ভের বিশ্লেষনের মাধ্যেমে জানা গেছে।  গতকাল অনুষ্ঠিতব্য সেমিনারে উজিরপুর উপজেলার কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পের ২৬ জন উদ্যেক্তা সহ বরিশাল চেম্বার ও কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক আক্তার হোসেনও অত্র উপজেলার কৃষিকর্মকর্তা, সমাজসেবা অফিসার, মহিলা বিষয়ক কর্মকর্তা, সেনিটারী ইন্সপেক্টর, প্রকল্পের ভ্যালু চেইন বিশেষজ্ঞ কৃষিবিদ হারুন অর রশিদ (ট্রেড ক্রাফট এক্সচেঞ্জ সংস্থার) কমিউনিটি আউট রিচফ্যাসিলিটেটর হাজিরা খাতুন (ঢাকা আহছানিয়া মিশন সংস্থার )উপস্থিত ছিলেন। সেমিনারের শুরুতে জেলা ব্যবস্থাপক শামীম হাসান খান সামর্থ্য প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য সহতাদের তিন বছরের কার্যপরিকল্পনা মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন এর মাধ্যেমে উপস্থাপন করেন। সেমিনারের প্রথম পর্যায়ে উপস্থিত উদ্যেত্তারা তাদের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে যাবতীয় সমস্যা ও বাধাঁ সমূহ দলীয় কাজের মাধ্যেমে উপস্থিত সবার নিকট উপস্থাপন করেন। সেমিনারের প্রধান অতিথি হাফিজুর রহমান (ইকবাল)  বলেন সামর্থ্য প্রকল্পটি কৃষি প্রক্রিয়াজাতকরণ  সেক্টরে কর্মরত শ্রমিক ও উদ্যেক্তাদের দক্ষতা ও উদ্যেক্তা উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করবে, উপজেলা নির্বাহী অফিসার ঝুমুর বালা তার বক্তব্যে বলেন কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পে সামর্থ্য একটি যুগোপযোগী প্রকল্প যা উদ্যেক্তা ও কর্মরত শ্রমিকদের দক্ষতা বৃদ্ধিসহ ব্যবসা উন্নয়নে সহায়তা করবে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

20 − nineteen =