কুড়িগ্রামের সীমান্তঘেষা জামালপুরের মাখনেরচর সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশী গরু ব্যাবসায়ী নিহত লাশ হস্থান্তরের দুইদেশের সীমান্ত রক্ষিবাহীনির আলচনা প্রস্ততি চলছে

0
1396

মাজহারুল ইসলাম,রৌমারী (কুড়িগ্রাম) প্রতনিধিঃ
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার সীমান্তঘেষা জামালপুর জেলাধীন দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের মাখনেরচর সীমান্তে ভারতীয় বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশী গরু ব্যাবসায়ী নিহত হয়েছে। গতকাল ৩ জুলাই ভোর ৩টার দিকে এলাকা সুত্রে জানা গেছে সাইফুল ইসলাম নামের একজুন যুবক বিএসএফের গুলির আঘাতে ভারতের ভেতরেই অথাউ পানিতে ডুবে নিখুজ হয়ে যায়। পড়ের দিন ৪জুলাইয়ে সাইফুলের মৃত্যু লাশটি ভেসে উঠার পর ভারতে সীমান্ত রক্ষিবাহীনির বিএসএফ লাশটি উদ্ধার করে বিএসএফ ক্যাম্পে নেয়ার খবর পাওয়া গেছে এবং মৃত্যু লাশটি উদ্ধারের চেষ্টা চলছে বলে সুত্রে জানা গেছে। ঘটনাটি ঘটেছে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার মাখনেরচর সীমান্তে। গতকাল সোমবার ভোররাতে মাখনেরচর গ্রামের আব্দুল জলিলের পুত্র সাইফুল ইসলাম (২৫)আন্তর্জাতিক সীমানা পিলার ১০৭৩ এর পাশ্ব দিয়ে  অবৈধ পথে ভারত থেকে গরু পাচার এর সময় ভারতীয় বালুর ঘাট ক্যাম্পের বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছুরলে সে মারা যায়।
গুলি লাগার পর সাইফুল ইসলাম ভারতীয সীমান্ত বালুর ঘাট ব্রীজের নিচে পড়ে যায় বলে সুত্রে জানাযায়।

এব্যাপারে ৩৫ বর্ডারগার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল আতিকুর রহমান জানান, ঘটনাটি আমি জেনেছি, সাইফুল নামের  গরু চোরাকারবারী ভারতে অনুপ্রবেশের কারনে তাকে ভারতীয় বিএসএফ গুলি করেছে বলে শুনেছি। যেহেতু তার লাশ পাওয়া যায়নি তাই আমরা এব্যাপারে কিছু বলতে পারছিনা।
স্থানীয় ইউপি সদস্য হাফিজুর রহমান বলেন, সীমান্তে বিএসএফ ছোড়া গুলিতে ছাইফুল ইসলাম নামের ব্যাক্তি গুলি বিদ্ধ হওয়ার খবর শুনেছি। তার লাশ এখোন পর্যন্ত পাওয়া যায়নি। বাঘারচর ক্যাম্পের কম্পানী কোমান্ডার রফিকুল ইসলাম জানান দু দেশের সীমান্ত রক্ষিবাহীনির আলচনা চলছে এখনো লাশ উদ্ধার করা হয়নি তবে চেষ্টা চলছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

five × 4 =