কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ রৌমারী ও রাজিবপুরসহ-দুই উপজেলার বন্যা দুর্গতদের মাঝে জাফর আলী এমপি সাবেক বর্তমান জেলা পরিষদের চেয়ারম্যান এর ত্রান বিতরন

0
1608

২০২১ সালের পর ত্রাণ নেয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাফর আলী এমপি সাবেক ও বর্তমান জেলা পরিষদের চেয়ারম্যান । তিনি বলেন, বন্যা কবলিত এলাকা গুলোতে ত্রাণের সংকট নেই এবং সংকট হবেনা বরং ত্রাণ নেয়ার মতো মানুষই কম মনে হয়।
গতকাল বৃহস্পতিবার রৌমারী ও রাজিবপুরসহ উপজেলার বন্দবের ইউনিয়ন  প্রাঙ্গণে বন্যার্তদের মাঝে ত্রাণ এর সাথে মাথা পিছু একশত টাকাসহ  বিতরণ অনুষ্ঠানে সাবেক এমপি জাফর আলী বর্তমান জেলা পরিষদের চেয়ারম্যান এসব কথা বলেন ।
সাবেক এমপি জাফর আলী  বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল। তখন এই এলাকাকে মঙ্গাপীড়িত এলাকা হিসেবে বলা হতো। মানুষ না খেয়ে মারা যেত। আজকে কিন্তু সেই অবস্থা আর নেই। কারণ এখন বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছেন আমাদের প্রিয় নেত্রী দেশরতœ শেখ হাসিনা। তিনি এদেশের অসহায় মানুষের জন্য রাজনীতি করেন। একটা মানুষও বাংলাদেশে অনাহারে না খেয়ে না থাকেÑ সেই দিকটাই তিনি নিশ্চত করেছেন। আর এই দেশে যখনই এ এলাকায় দূর্যোগ দেখা দিয়েছে, তখনই বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের প্রতিটা এলাকায় ছুটে এসেছেন।এবং দলের নেতাদের ত্রাণ দিয়ে নিজ নিজ এলাকায় পাঠিয়েছেন। এবার বন্যায় শেখ হাসিনাই আমাদেরকে ত্রাণ দিয়ে আপনাদের মাঝে পাঠিয়েছেন।
অপরদিকে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সমালোচনা করে জেলা আওয়ালীগ সহ- সভাপতি চাষি করিম বলেন, বন্যায় মানুষ আক্রান্ত হচ্ছেন অথচ তাদের পাশে না থেকে তিনি দেশ ছেড়ে পাড়ি জমিয়েছেন লন্ডনে। তার দলেরও কোনো নেতা-কর্মী বন্যার্তদের পাশে দাঁড়ায়নি। এমন কোনো প্রমান এই জেলায় নেই এবং অন্যান জেলাগুলোতেও তাদের খবর নেই ইটাই তাদের চরিত্র । কারণ তারা সাধারণ মানুষের রাজনীতি তারা করেন না। তারা করেন ক্ষমতায় যাওয়ার অপরাজনীতি। ক্ষমতায় গিয়েই শুর করেন লুটপাট আর মানুষ হত্যা গুম খুন আর তার দলের নেতাকর্মীরা কিভাবে টাকার পাহার গড়াবে এটাই তাদের ভন্ডামী।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাউজুল কবীর এর সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রৌমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি জাকির হোসেন,  রৌমারী উপজেলা শাখার বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ কাদের চেয়ারম্যান সাবেক, শহিদুল ইসলাম শালু ইউপি চেয়ারম্যান ও সহ-সভাপতি আওয়ামী লীগ উপজেলা শাখা,  মজিবুর রহমান, রৌমারী উপজেলা চেয়ারম্যান, শফিউল আলম, রাজিবপুর উপজেলা চেয়ারম্যান ও সাধারন সম্পাদক আওয়ামী লীগ রাজিবপুর উপজেলা শাখা,। শাহানেওয়াজ তহিন সাংগঠনিক সম্পাদক উপজেলা শাখা রৌমারী,
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু ত্রান বিতরনী সভা সঞ্চালণায় এতে আরও বক্তব্য রাখেন, রৌমারী যুবলীগের সভাপতি হারুন অর রশিদ, সাধারন সম্পাদক জাইদুল ইসলাম মিনু,
অনুষ্ঠানে বন্যাদূর্গগতদের মাঝে একশত টাকা, ১০ কেজি চাল, আধা কেজি তৈল, আধা কেজি ডাউলসহ প্রায় দুই লক্ষ টাকার ত্রান বিতরন করেন

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

10 + three =