খন্দকার আখতারুজ্জামান একজন সফল চেয়ারম্যান

1
2651

এম হোসেনঃ
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান খন্দকার আখতারুজ্জামানের দক্ষতার সহিত তদারকিতে এক বছরের সমাপ্তি কাজের খতিয়ান ও চলমান কাজের অসমাপ্তি খতিয়ানগুলি নিন্মে দেয়া হল।
সমাপ্ত প্রকল্পের তালিকা
প্রকল্পের নামঃ
০১। নোয়াখালীর মাইজদীতে স্বল্প ও মধ্যম আয়ের লোকদের জন্য সাইট এন্ড সার্ভিসেস আবাসিক প্লট উন্নয়ন প্রকল্প।
০২। বগুড়া হাউজিং এষ্টেটে স্বল্প ও মধ্যম আয়ের লোকদের জন্য ১০-তলা বিশিষ্ট আবাসিক ফ্ল্যাট  নির্মাণ প্রকল্প।
০৩। চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলায় সাইট এন্ড সার্ভিসেস আবাসিক প্লট উন্নয়ন প্রকল্প।
০৪। রাজশাহীর ছোট বনগ্রামে সাইট এন্ড সার্ভিসেস আবাসিক প্লট উন্নয়ন প্রকল্প।
০৫। চট্টগ্রাম জেলার রাউজান উপজেলায় চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের পাশে স্বল্প ও মধ্যম আয়ের লোকদের জন্য সাইটস্ এন্ড সার্ভিসেস আবাসিক প্লট উন্নয়ন প্রকল্প। (জানুয়ারি, ১০ হতে জুন, ১৭)
০৬। চট্টগ্রাম জেলার রাউজান উপজেলায় চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের পাশে স্বল্প ও মধ্যম আয়ের লোকদের জন্য সাইটস্ এন্ড সার্ভিসেস আবাসিক প্লট উন্নয়ন প্রকল্প। (জানুয়ারি, ১০ হতে জুন, ১৭)
০৭। চট্টগ্রাম বন্দরনগরীর হালিশহর হাউজিং এষ্টেটে সীমিত আয়ের লোকদের  জন্যে আবাসিক ফ্ল্যাট নির্মাণ (২য় পর্যায়)।  (জানুয়ারী’১০-মার্চ ১৭)
০৮। নোয়াখালীর মাইজদীতে মধ্যম আয়ের লোকদের জন্যে আবাসিক ফ্ল্যাট নির্মাণ। (মে’১১-জুন ১৭)
০৯। যশোর জেলায় মধ্যম আয়ের লোকদের জন্য আবাসিক ফ্ল্যাট নির্মান প্রকল্প। (জানু’১২-জুন, ১৭)
১০। নড়াইল জেলার সদর উপজেলায় সাইট এন্ড সার্ভিসেস আবাসিক প্লট উন্নয়ন প্রকল্প। (জুলাই’১২- জুন’১৭ পর্যন্ত)
বর্তমানে চলমান প্রকল্পের তালিকা ঃ
০১। মোহাম্মদপুরস্থ ‘‘এফ’’ ব্লকে সীমিত আয়ের লোকদের নিকট বিক্রয়ের জন্য ৯০০ টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প। (জুলাই’০৬-ডিসেম্বর’১৭)
০২। মিরপুর ১৫ নং সেকশনে ১৪-তলা বিশিস্ট ১২৫০ বর্গফুট আয়তনের ১০০ টি ফ্ল্যাট নির্মান প্রকল্প। (জুলাই’১১ হতে ডিসেম্বর’ ১৭)
০৩। সিলেট জেলার শাহজালাল হাউজিং এষ্টেটে আবাসিক ফ্ল্যাট নির্মাণ। (জুলাই’১০-ডিসেম্বর’১৭)
০৪। দিনাজপুর হাউজিং এষ্টেটে ১০-তলা বিশিষ্ট আবাসিক ফ্ল্যাট এবং বাণিজ্যিক ভবন  নির্মাণ। (জুলাই’১১-জুন’১৮)
০৫। ঢাকার মিরপুর ১৫নং সেকশনে সরকারী/আধাসরকারী কর্মকর্তাদের জন্যে ‘জয়নগর’ ৫২০ টি আবাসিক ফ্ল্যাট নির্মান প্রকল্প। (জুলাই’১১-ডিসেম্বর’১৮)
০৬। সিলেটের সুনামগঞ্জে সাইট এন্ড সার্ভিসেস আবাসিক প্লট উন্নয়ন প্রকল্প। (জুলাই’১২-ডিসেম্বর’১৮)
০৭। কক্সবাজার সরকারি জমিতে আবাসিক ভবন নির্মাণ।(ডিসেম্বর ২০১২-জুন’২০১৮)
০৮। ঝিনাইদহ জেলার সদর উপজেলায় সাইট এন্ড সার্ভিসেস আবাসিক প্লট উন্নয়ন প্রকল্প। (সেপ্টেম্বর’ ১২-ডিসেম্বর ’১৮)
০৯। গোপালগঞ্জ জেলায় স্বল্প ও মধ্যম আয়ের লোকদের জন্য সাইট এন্ড সার্ভিসেস আবাসিক প্লট উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়)। (মে’১৩-জুন, ১৮)
১০। দিনাজপুর জেলার সদর উপজেলায় সাইট এন্ড সার্ভিসেস আবাসিক প্লট উন্নয়ন প্রকল্প। (জুলাই’১৩-জুন’১৮)
১১। খুলনা জেলার ফুলতলা উপজেলায় সাইট এন্ড সার্ভিসেস আবাসিক প্লট উন্নয়ন প্রকল্প। (জুলাই’১৩-জুন’১৮)
১২। পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় স্বল্প ও মধ্যম আয়ের লোকদের জন্য সাইট এন্ড সার্ভিসেস আবাসিক প্লট (১৮২ টি) উন্নয়ন প্রকল্প। ( জানু ঃ’১৪-ডিসেম্বর ’১৮)
১৩। চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলায় সোনাপাহাড় মৌজায় স্বল্প ও মধ্যম আয়ের লোকদের জন্য সাইট এন্ড সার্ভিসেস আবাসিক প্লট (১৮৩ টি) উন্নয়ন প্রকল্প। (ফেব্রুয়ারি ’১৪- জুন’১৭)
১৪। ঢাকাস্থ লালমাটিয়া নিউ কলোনীতে সরকারি কর্মকর্তাদের জন্যে ১৩২ টি (সংশোধিত ১৫৩) টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প। (নভেম্বর’ ১৪-জুন ১৮)
১৫। মিরপুরস্থ ৯ নং সেকশনে মধ্যম আয়ের লোকদের জন্য ১০০০ টি আবাসিক ফ্ল্যাট (স্বপ্ননগর আবাসিক প্রকল্প) নির্মাণ প্রকল্প। (মার্চ’ ১৫-জুন’ ১৮)
১৬। চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার কিসমত জাফরাবাদ মৌজায় নিম্ন ও মধ্যম আয়ের লোকদেও জন্য সাইট এন্ড সার্ভিসেস আবাসিক ও বাণিজ্যিক প্লট উন্নয়ন প্রকল্প
(এপ্রিল’২০১৫-ডিসেম্বর’২০১৮)
১৭। চট্টগ্রামস্থ হালিশহর হাউজিং এস্টেটের জি ব্লকে আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প (৩য় পর্যায়)। (এপ্রিল’২০১৫-ডিসেম্বর ’১৮)
১৮। ঢাকাস্থ লালমাটিয়া নিউকলোনী এলাকায় পুনর্বাসনের লক্ষ্যে ১২০ টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প। (জুলাই’ ১৫-জুন’১৮)
১৯। পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় বঙ্গবন্ধু উপ-শহর কাম আবাসিক এলাকা উন্নয়ন কাজ। (জুলাই/১৫-ডিসেম্বর’১৮)
২০। চট্টগ্রামের রাউজান উপজেলায় সাইট এন্ড সার্ভিসেস আবাসিক প্লট (২য় পর্যায়) (জুলাই, ২০১৫-ডিসেম্বর ’১৮)
২১। বরিশাল জেলার সদর উপজেলায় (জাগুয়া মৌজায়) স্বল্প ও মধ্যম আয়ের লোকদের জন্য সাইট এন্ড সার্ভিসেস আবাসিক প্লট উন্নয়ন প্রকল্প। ( জুলাই’ ১৫-জুন’১৭)
২২। ঝালকাঠী জেলার নলছিটি উপজেলায় পূর্বচর দপদপিয়া মৌজায় স্বল্প ও মধ্যম আয়ের লোকদের জন্য সাইট এন্ড সার্ভিসেস আবাসিক প্লট উন্নয়ন প্রকল্প। ( জুলাই’ ১৫-ডিসেম্বর’ ১৮)
২৩। কুষ্টিয়া হাউজিং এস্টেটে সাইট এন্ড সার্ভিসেস আবাসিক প্লট উন্নয়ন প্রকল্প (৪র্থ পর্যায়)। (জুলাই’ ১৫-জুন’ ১৮)
২৪। শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলায় স্বল্প ও মধ্যম আয়ের লোকদের জন্য সাইট এন্ড সার্ভিসেস আবাসিক প্লট উন্নয়ন প্রকল্প। (ফেব্রু/১৬-জুন/১৮)
২৫। চট্টগ্রাম ফিরোজশাহ ও হালিশহর হাউজিং এস্টেট ১০-তলা বিশিষ্ট আবাসিক ফ্ল্যাট নির্মাণ (ডিসেঃ ১৩-জুন ১৯)
২৬। রাজশাহী জেলার তেরখাদিয়ায় সাইট এন্ড সার্ভিসেস আবাসিক প্লট উন্নয়ন (জুলাই ২০১৬-জুন ২০১৮)
২৭। যশোর হাউজিং এস্টেটে এনএইচএ বাণিজ্যিক কমপ্লেক্স নির্মাণ (এপ্রিল ২০১৬ হতে জুন ২০১৮)
২৮। হবিগঞ্জ জেলার সদর উপজেলায় স্বল্প ও মধ্যম আয়ের লোকদের জন্য সাইট এন্ড সার্ভিসেস আবাসিক প্লট উন্নয়ন প্রকল্প। (জুলাই’ ১৬-জুন’ ১৯)
২৯। ঠাকুরগাও জেলার সিংগীয়া মৌজায় স্বল্প ও মধ্যম আয়ের লোকদের জন্য সাইট এন্ড সার্ভিসেস আবাসিক প্লট উন্নয়ন প্রকল্প। (জুলাই’ ১৬-জুন’ ১৯)
৩০। ঢাকার মিরপুরস্থ ৯ নং সেকশনে ১৫ টি ১৪ তলা বিশিষ্ট আবসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প (২য় পর্যায়)। (জানুয়ারী, ১৭-জুন, ২০২০)
৩১। ঢাকার লালমাটিয়া হাউজিং এস্টেটে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিজস্ব কর্মচারীদের নিকট বিক্রয়ের জন্য ৫৪টি আবাসিক ফ্ল্যাট নির্মান প্রকল্প। (জানুয়ারী, ১৭-জুন, ১৯)
৩২। ঢাকার লালমাটিয়া হাউজিং এস্টেটে সরকারী কর্মকর্তাদের জন্য ৭২টি আবাসিক ফ্ল্যাট নির্মান প্রকল্প। (জানুয়ারী, ১৭-জুন, ১৯)
৩৩। ঢাকাস্থ লালমাটিয়ায় কমিউনিটি সেন্টার কাম অফিস স্পেস নির্মান প্রকল্প (এপ্রিল, ২০১৭-জুন, ২০২০)
৩৪। ঢাকার মিরপুর-১৬ সেকশনে (ধামালকোর্ট) সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠাণের কর্মকর্তাদের নিকট বিক্রয়ের জন্য আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প। (জানুয়ারী, ২০১৭- ডিসেম্বর, ২০১৯)।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

16 − fourteen =