গাজীপুরে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ, নিহত ৯

0
1411

গাজীপুর: গাজীপুরের মাল্টিফ্যাবস লিমিটেড নামের একটি পোশাক কারখানায় ভয়াবহ বয়লার বিস্ফোরণের ৯ জন নিহত হয়েছে। আহত হয়েছেন অর্ধশতাধিক। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আজ (সোমবার) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সিটি করপোরেশনের কাশিমপুর নয়াপাড়া এলাকায় অবস্থিত ওই পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে কারখানা ভবনের নিচতলা ও দ্বিতীয় তলার অধিকাংশই ধসে পড়ে। জয়দেবপুর, সাভার ইপিজেড, কালিয়াকৈর ও টঙ্গী ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট উদ্ধার অভিযান চালাচ্ছে।

ফায়ার সার্ভিস, পুলিশ ও এলাকাবাসী জানায়, মাল্টিফ্যাবস লিমিটেড পোশাক কারখানার ডায়িং সেকশনে কাজ চলছিল। ঈদের ছুটির কারণে কারখানার অন্য সেকশনের উৎপাদন বন্ধ ছিল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চারতলাবিশিষ্ট ওই কারখানা ভবনের নিচতলার বয়লার হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় পুরো ভবন কেঁপে ওঠে এবং ভবনের নিচতলা ও দ্বিতীয় তলার বেশ কিছু অংশ ধসে পড়ে। এ ঘটনায় অনেক শ্রমিক হতাহত হন। বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠাতে থাকেন। খবর পেয়ে জয়দেবপুর, কালিয়াকৈর ও টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন।

১৯৯২-৯৩ সালে প্রতিষ্ঠিত এ কারখানায় সুইডেন, ডেনমার্ক, জার্মানি, জাপান, রাশিয়া, স্পেন, নেদারল্যান্ডসসহ বিভিন্ন দেশের পোশাকের কাজ হতো।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

thirteen − 2 =