ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা দুই শিশুর বুদ্ধিমত্তায়

0
1094

রাজশাহীর বাঘা উপজেলায় তেলবাহী একটি ট্রেনকে দুর্ঘটনার কবল থেকে রক্ষা করেছে দুই শিশু । রেললাইন ভাঙা দেখে লাল মাফলার দেখিয়ে ট্রেনটি থামিয়ে দিয়েছে তারা । সোমবার সকাল ৯টার দিকে বাঘার আড়ানী স্টেশন থেকে কিছুটা দূরে ঝিনা রেলগেট এলাকায় ট্রেনটি তারা থামিয়ে দেয়। এই দুই শিশু হলো- ঝিনা গ্রামের সুমন আলীর ছেলে সিহাবুর রহমান (৬) ও

শহিদুল ইসলামের ছেলে টিটোন আলী (৭)। শিশুরা জানায়, সকালে জমি থেকে বাড়ি ফেরার সময় তারা রেললাইন ভাঙা দেখতে পায়। এসময় ট্রেন আসতে দেখে তারা দুজনে রেললাইনের ওপর মাফলার টেনে ধরে। এতে ট্রেনটি থেমে যায়। আড়ানী স্টেশনের মাস্টার নয়ন আহম্মেদ জানান, তেলবাহী ট্রেনটি খুলনা থেকে রাজশাহী যাচ্ছিল। ওই দুই শিশুর কারণে ট্রেননি দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হলে সবধরনের ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়। রেললাইন মেরামতের পর দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ট্রেনটির চালক কেএম মহিউদ্দিন জানান, দুই শিশু মাফলার দিয়ে ট্রেন থামানোর সিগন্যাল দিচ্ছে দেখে তিনি প্রথমে গুরুত্ব দেননি। ভেবেছিলেন ট্রেন থামাবেন না। কিন্তু অনেক কাছে চলে যাওয়ার পরও ওই দুই শিশু রেললাইন থেকে সরছে না দেখে তিনি ট্রেনটি থামিয়ে দেন। এতেই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ট্রেনটি।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

3 × 3 =