ডায়মন্ড ওয়ার্ল্ডের সামাজিক দ্বায়দ্ধতার এক অনন্য দৃষ্টান্ত তারা দেবী ফাউন্ডেশন

0
1432

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মানবতার সেবার লক্ষ্যে তারা দেবী ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হয়েছিল ২০১৩ সালের গোড়ার দিকে। মূলত শিক্ষা,স্বাস্থ্য, মানবসম্পদ উন্নয়ন ও সমাজ সেবা মূলক কার্যক্রম পরিচালনা করাই এই ফাউন্ডেশন কাজ। গর্ভবতী ও প্রসূতি মা এবং নবজাকতদের জন্য ফ্রি এ্যাম্বুলেন্সসেবা, শিক্ষা বৃত্তি, ফ্রি টিউশন ফি, মিড ডে মিল, বিনামূল্যে চিকিৎসা সেবা, প্রশিক্ষণ কর্মশালা, কর্মসংস্থান সৃষ্টি, ওল্ড হোম, সাংস্কৃতিক পৃষ্ঠপোষকতা, অবকাঠামোগত উন্নয়ন সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে জড়িত এই অলাভজনক প্রতিষ্ঠানটি।
সম্প্রতি তারা দেবী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং এফবিসিসিআই এর পরিচালক জনাব দিলীপ কুমার আগরওয়ালা ফাউন্ডেশনের সামগ্রিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বেইলি রোডের বেইলি স্টারের ১৩ নং দোকানের ডায়মন্ড ওয়ার্ল্ডের নতুন শোরুমটি  তারা দেবী ফাউন্ডেশনের নামে ডোনেশন আকারে দিয়েছেন। নতুন শোরুমটির আয় ফাউন্ডেশনের কাজে ব্যয় করা হবে।
নতুন শোরুমটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারা দেবী ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন, মানুষের কল্যাণে কাজ করাটা ছিল আমার ছোট বেলার স্বপ্ন। সেই স্বপ্নটাকে বাস্তবে রূপ দিতে পেরে আমি গর্বিত। আপনারা আমার জন্য দোয়া করবেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

sixteen − 4 =