তালতলীতে ডাকাত সন্দেহে যুবকের দুই পা ভেঙ্গে দেয়ার ঘটনায় নিরীহ মানুষকে জড়িয়ে মামলা

0
1404

বিশেষ প্রতিনিধি ঃ তালতলীতে ডাকাত সন্দেহে যুবকের দুই পা ভেঙ্গে দেয়া ও চোখে টেটা বিদ্ধ করার ঘটনায় নিরীহ মানুষকে জড়িয়ে মামলা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। গত ০১ জুলাই ২০১৭ তারিখ  রাত আনুমানিক ১২ টার দিকে তালতলীর চাউলা পাড়া গ্রামের সেলিম চৌকিদারের বাড়িতে ঘটনাটি ঘটেছে। জানা গেছে, চাউলা পাড়া গ্রামের, মোকলেচের সাথে একই গ্রামের হাবীব চৌকিদারের মধ্যে দীর্ঘ দিন যাবৎ মামলা-মোকাদ্দমা চলছিল। এ দিকে মোকলেচের দুর সম্পর্কেও ভাগিনা বরগুনার কামাল (৩০) মামা বাড়িতে প্রায়ই আসা যাওয়া করত। এ সুবাধে কামাল তার মামার প্রতিবেশী সেলিম চৌকিদারের স্ত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত ০১ জুলাই গভীর রাতে কামাল তার মামা বাড়ি থেকে সেলিম চৌকিদারের বাড়িতে গেলে পূর্ব সেলিম চৌকিদার কামালকে ধরে দুই পা ভেঙ্গে দিয়ে ও  বা চোখে টেটা বিদ্ধ করে তার ঘরের সামনে ফেলে রেখে ডাকাত বলে চীৎকার করে। এ সময় লোকজন ছুটে এসে কামালকে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠায়। এ ঘটনায় তালতলী থানায় মামলা হলে সেলিমের সাথে পুর্ব সত্রুতার জের ধরে হাবীব চৌদিার ওতার ছোট ভাইকে আসামী করে মোকলেচ। হাবীব চৌকিদার বলেন, আহত কামালের সাথে আমার কোন বিরোধ নাই। সেলিমের স্ত্রীর সাথে প্রেমের সম্পর্কের কারনে সেলিমরাই তাকে পিটিয়েছে। মোকলেচের সাথে আমার পুর্ব মামলা মোকদ্দমা থাকায় আমাকে ঘায়েল করতে ঐ মামলায় আসামী করা হয়েছে। এ ব্যপারে স্থানীয় ইউনুচ, নুরুল হক চৌকিদার, মোশারেফ হাওলাদার সহ স্থানীয় অনেকে বলেন, আমরা রাত ১২টার দিকে ডাক চীৎকার শুনে গিয়ে দেখি কামাল তার দুই পা ভাঙ্গা রক্তাক্ত অবস্থায় সেলিমের ঘরের সামনে পড়ে অছে এবং সেলিম চৌকিদার বলেন, কামাল আমাদের বাড়িতে ডাকাতি করতে আসলে আমরা তাকে ধরে ফেলি। এ ব্যাপারে সেলিম চৌকিদারের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

twenty − thirteen =