তুর্কি প্রেসিডেন্ট জেরুজালেমেনদুতুবাস খুলতে চান

11
775

অপরাধ বিচিত্রা ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, তিনি পূর্ব জেরুজালেমে তুর্কি দূতাবাস খুলতে চান। জেরুজালেমকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দিয়ে সেখানে মার্কিন দূতাবাস সরিয়ে নেবার কথা বলার পর এ কথা বললেন এরদোয়ান।

 

ট্রাম্পের ওই সিদ্ধান্ত ঘোষণার পর তার কড়া নিন্দা করেছিলেন এরদোয়ান। অন্যান্য দেশ থেকেও এর নিন্দা করা হয়। ইসরায়েল বর্তমানে জেরুসালেম শহরের পুরোটাই নিয়ন্ত্রণ করে, এবং একে তারা ইসরায়েলের অবিভাজ্য রাজধানী হিসেবে গণ্য করে। এরদোয়ান কি ভাবে এ উদ্যোগ বাস্তবায়ন করবেন তা নিশ্চিত নয়।

 

তবে জেরুজালেমে ইতিমধ্যেই তুরস্কের একটি কনস্যুলেট রয়েছে, একথাও মনে করিয়ে দেন তুরস্কের নেতা। গত সপ্তাহে মুসলিম দেশগুলোর একটি শীর্ষ বৈঠকে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয় যেন তারা পূর্ব জেরুসালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন। সূত্র: বিবিসি বাংলা

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

four − 3 =