পাট ক্ষেতে আক্রোশ মূলক কীটনাশক প্রয়োগে নষ্ট হাতশ হয়ে পরেছে একজন অসহায় নীরিহ কৃষক

0
1261

স্টাফ রিপোর্টা’স কিশোরগঞ্জ, নীলফামারী ঃ নীলফামারী জেলাধীন কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডী ইউনিয়নের ০৭(সাত) নং ওয়ার্ডের কিশামত বীরচরন গ্রামের হিন্দু সমপ্রদায়ের শ্রী ক্ষিতিশ চন্দ্র সরকার একজন সহজ সরল একাপ্রাণী ব্যাক্তি ও বটে। তিনি তাঁর ০২ (দুই) বিঘা পৈত্রিক সম্পত্তিতে পাট চাষাবাদ করে সেই পাট ক্ষেতে রাতের অন্ধকারে তাঁর ভাগিনা শ্রী কুলদা উদ্দেশ্য মূলক ভাবে কীটনাশক প্রয়োগ করে নষ্ট করে দেয় বলে শ্রী ক্ষিতিশ চন্দ্র সরকার অভিযোগ করেন। তিনি আরও জানান আমি কিশোরগঞ্জ কৃষি অফিসে কৃষি কর্মকর্তাকে লিখিত অভিযোগ  করেলে কৃষি  কর্মকর্তা তদান্তের জন্য বিএস মোঃ মোজাকফর রহমানকে দায়িত্ব দেন। বিএস মোজাকফর রহমান পাটক্ষেত পরিদর্শন করে দেখে বলেন পাটক্ষেতে কীটনাশক প্রয়োগ করার কারণে সব চারা গাছ মরে গেছে। আমার ভাগিনা শ্রী কুলদা সরকারের সহিত গত ০১ (এক) বছর যাবত জমি-জমা নিয়ে বিবাদ চলিতেছে, প্রায় সময় ঝগরা ঝাটি হয়ে থাকে। এই সম্পত্তিতে কোন প্রকার ক্ষেত করিতে দিবো না এবং ক্ষেত করিলে আমি তা ধ্বংশ করিয়া দিব, বলে প্রায় হুমকি দিত। তাই এটাই স্পষ্ট যে কুলদাই এ কাজ করেছে। শুধু তাই না উক্ত ক্ষেতের পার্শ্বেই আব্দুর রশিদের বাড়ি। আব্দুর রশিদ ঘটনার আগের দিন সন্ধ্যায় ঐ ক্ষেতের আইল দিয়ে হাটা-হাটি করতে দেখেছে বলে অপরাধ বিচিত্রাকে জানায়।
এই অসহায় নীরহ, কৃষক তাঁর ঐ ০২(দুই) বিঘা জমির ফসলের উপর নির্ভর করে পরিবারের জীবিকা নীর্বাহ করতো। (চলবে…… )

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

eight − 1 =