পুলিশের উপস্থিতে চলছে ধামরাইয়ে রথ মেলার সাকার্সের নামে চলছে অশ্লীল নগ্ন নৃত্য ও লটারি : প্রশাসন নিরব

0
1414

ধামরাই (ঢাকা ) প্রতিনিধি :
ঢাকার ধামরাইয়ে শ্রী শ্রী যশোমাধবের ঐতিহ্যবাহী রথ মেলায় সাকার্সের নামে চলছে অশ্লীল নগ্ন নৃত্য ও অবৈধ লটারীর   ।
জানাগেছে , ধামরাইয়ে যশোমাধবের রথ মেলা উদ্বোধনের পর থেকে একটি সিন্ডিকেট চক্র সাকার্সের নামে চালাচ্ছে যুবতীদের অশ্লীল নগ্ন নৃত্য ও লটারি  বানিজ্য । লটাররি টাকা জোগাতে করতে গিয়ে অনেক তরুন , যুবক ,কিশোররা চুরি ডাকাতি ছিনতাই সহ নানা রকম অপরাধ মুলক কর্মকান্ডে জড়িয়ে পরছে । সার্কাসের অশ্লীল নগ্ন নৃত্য ও মাইকের শব্দে স্কুল ,কলেজের পড়–য়া ছাত্র ছাত্রীদের লেখা পড়া নানা ভাবে বিঘœ সৃষ্টি হচ্ছে এবং সেই সাথে এলাকাবাসীর রাতের ঘুুম এখন হারাম হয়ে পড়েছে । এ দিকে প্রশাসনের সহযোগীতায়  দৈনিক উল্লাস র‌্যাফেল ড্র নামে একটি চক্র লটারীর টিকিট  বিক্রি করে মেলা থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা অপর দিকে মেলায় আসা সাধরন দর্শনাথীরা লটারীর টিকিট ক্রয় করে  র্স্বশশান্ত হয়ে বাড়ি ফিরতে হচ্ছে ।  প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা , কর্মচারী ও  প্রভাবশালী ব্যাক্তির শেল্টারে একটি সিন্ডিকেট চক্র নগদ টাকা, মোটরসাইকেল ,স্বর্নেরহার, ফ্রিজ , গাভী গরু ,মোবাইলের লোভ দেখিয়ে সাধার মানুষকে বোকা বানিয়ে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা ।  লটারী সিন্ডিকেটের চক্রের এক সদস্যর সাথে দিনকালে প্রতিনিধির আলাপ হলে তিনি বলেন , থানার ওসি এবং পুলিশ সুপার তারা লটারি চালানোর জন্য পারমিশন দিয়েছে । যদি কোন সাংবাদিক সংবাদ প্রকাশ করে তাহলে ঐ সাংবদিককে খুজেঁ বের করা হবে শাস্তি দেওয়া হবে বলে হুংকার দেন । তিনি আর ও বলেন আমরা এ অবৈধ টাকা একা খাই না প্রশাসন থেকে শরু করে সরকার দলীয় নেতা কর্মী ও মিডয়াকে দিয়ে খাই । উল্লেখ্য থাকে এই রথ মেলা গত ২৫ জুন উদ্বোধন অনুষ্ঠানে  আমন্ত্রন পত্রে স্থান পায়নি ধামরাই পৌর আওয়ামিলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবীর । এ্ই রথ উদ্বেধনেরু পর থেকে ঢাকা ২০ আসনের সরকার দলীয় এম পি এম মালেক ও পৌর মেরের মধ্যে দ¦ন্ধ চরমে।  উল্টো রথ মেলায় জঙ্গী হামলার আশংকার কারন দেখিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর নির্দেশে মেলা ৩ দিন বন্ধ থাকার পরে ও এই রথ মেলায় সাকার্সের নামে অশ্লীল নগ্ন নৃত্যও লটারি চলছে।
এ ব্যাপারে ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমানের সাথে সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

14 + 14 =