পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১৫

12
629

টাঙ্গাইলের কালিহাতীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল রোববার সকালে উপজেলার যোগারচর ও সরাতৈল নামক স্থানে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আছাবুর রহমান জানান, আজ

রোববার সকাল ৭টা ৫০ মিনিটে কালিহাতী উপজেলার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সরাতৈল নামক স্থানে রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী মীম পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১-১৬২১) ও নারায়নগঞ্জ থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী চিনামাটি বোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী সহ ২ জন নিহত হয়। আহত হয় অন্তত ১৫ জন। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাৎক্ষণিকভাবে হতাহতের পরিচয় পাওয়া যায়নি।
এর আগে ভোরে একই মহসড়কের কালিহাতী উপজেলার যোগারচর নামক স্থানে রাস্তা পাড় হওয়ার সময় অজ্ঞাতনামা মানসিক ভারসাম্যহীন গাড়ির চাপায় এক যুবক নিহত হয়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

9 + 18 =