ফরহাদ মজহারের জবানবন্দির ভিত্তিতেই তদন্ত করা হবে

0
1409

ফরহাদ মজহারের জবানবন্দির ভিত্তিতেই তদন্ত করা হবে, ফরহাদ মজহারের জবানবন্দির ওপর ভিত্তি করেই তাকে ‘অপহরণ’ এর বিষয়টি তদন্ত করা হবে বলে মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার আব্দুল বাতেন।

এ বিষয়ে পরবর্তী কার্যক্রম নিয়ে তিনি জানান, আপাতত ফরহাদ মজহারকে আদালতে পাঠানো হবে। সেখানে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দেবেন। সেই জবানবন্দির ওপর ভিত্তি করেই তদন্ত করা হবে।

তিনি আরো বলেন, তাকে কারা তুলে নিয়ে গিয়েছিল, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেটা জানান চেষ্টাই চলছে।

কবি, কলামিস্ট ও বুদ্ধিজীবী ফরহাদ মজহারের স্ত্রী ফরিদা অখতারের অভিযোগপত্র অনুযায়ী, তুলে নেয়ার পর ফরহাদ মজহারের ব্যবহৃত নম্বর থেকেই তার স্ত্রীকে ফোন করা হয়। ফোনে ফরহাদ মজহার জানান, অপহরণকারীরা ৩৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে।

নিখোঁজ হওয়ার ১৮ ঘণ্টা পর সোমবার রাত সাড়ে ১১টার দিকে তাকে উদ্ধার করা হয়েছে।

আব্দুল বাতেন জানান, এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে। এর বেশি কিছু বলা যাচ্ছে না। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সোমবার ভোরে তাকে কয়েকজন চোখ বেঁধে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়। তিনি নিজের বাড়ি থেকে ওষুধ কিনতে বেরিয়েছিলেন। পথে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার সংবাদ সম্মেলনের পর বেলা আড়াইটার দিকে জবানবন্দি দিতে ফরহাদ মজহারকে আদালতে নিয়ে যাওয়া হয়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

twenty + 12 =