ফরিদগঞ্জে তরুণ শিল্প মালিক সমাজসেবক দানবীর হাজী মোঃ আব্দুল মালেক বুলবুল

0
1113

মোঃ আতিকুর রহমান সরদারঃ
সমাজে কিছু দানবীর সমাজাসেবক সমাজ সংস্কারক আছেন বলেই সামাজিক অনেক সমস্যা আপনা আপনিই সমাধান হয়ে যায়। অনেকেই আছেন, নিজ দায়িত্ববোধই তারা সামাজের কিছু দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। সমাজের হতদরীদ্র মানুষগুলি তাদের অনেক সমস্যায় ওই সমন্ত দানবীর সমাজসেবক, সমাজ সংস্কারকদের দ্বারস্থ হন। আর সমাজে ওই সকল হিতাকাঙ্খিত অবলিলায় তাদের সমস্যা সমাধানে এগিয়ে আসেন। এমনই এক দানবীর সমাজসেবক, সমাজ সংস্কারক হাজী মোঃ আব্দুল মালেক বুলবুল। যিনি বলতে গেলে ফরিদগঞ্জের অসহায়দের আত্মনাতে পাশে এসে দাড়ান। প্রচার বিমুখ এই সমাজসেবক নীরবেই সমাজের চাহিদা পূরণ করে চলেছেন। কোন প্রচারণ নেই, নেই কোন চাহিদা। তার সাধনা বাসনা সমাজের গরীব দুঃখী মানুষের মুখে হাসি ফুটে উঠুক। রাজনীতির বাইরে থেকেও সমাজ ও রাষ্ট্রের অনেক দায়িত্ব পালন করা যায় তার উৎকৃষ্ট উদাহরণ হাজী আব্দুল মালেক বুলবুল। দারীদ্র ছাত্র ছাত্রী, কন্যাদায়গ্রস্থ পিতা জ্বরা খরায় নিঃস্ব মানুষগুলি তার দ্বারস্থ হলে মানুষগুলি তার দ্বারস্থ হলে কেউই কোনদিন বিমুখ হয়ে ফিরে আসেননি। মানুষ মানুষের জন্য। এই কথাটি মাথায় রেখে সামাজসেবী, দানবীর হাজী মোঃ আব্দুল মালেক বুলবুল মানুষের জন্য কাজ করে চলেছেন। তিনি একজন ব্যবসায়ী হয়েও সমাজের অনেক দায়িত্ব তিনি স্ব-ইচ্ছায় কাধেঁ নিয়েছেন। তার কথা নীরবে সমাজের জন্য কাজ করলে আলাদা একটি অনুভূতির সৃষ্টি হয়। মনে একটা প্রশান্তির ঢেউ লাগে। তিনি বলেন, সমাজের সকলেই তো আর অর্থবিত্তের মালিক হন না। ধনী দরিদ্র নিয়েই আমাদের এই সমাজ। প্রতিটি বিত্তের মালিকেরই সমাজের কিছু দায়বদ্ধতা রয়েছে। রাজনীতিকরা সব দায়িত্ব পালন সংখ্যা অশানুরূপ নয়। তাই দেশের সমাজিক অবস্থা অগ্রাসরমান হচ্ছে না। হাজী আঃ মোঃ আব্দুল মালেক বুলবুল ফরিদগঞ্জবাসীর দরীদ্র জনগোষ্ঠিকে নিজের সাধ্যাতিতভাবে সেবা করে চলেছেন। তিনি তরুণ হয়েও আজ উক্ত এলাকার মানুষের মাঝে একজন দানবীর হিসাবেই প্রতিষ্ঠিত হয়ে গেছেন নিজের অগোচরেই। এলাকার অবহেলিত মানুষের দোয়া ও আর্শিবাদ ধন্য এই মানুষটি জীবনযাত্রার কোন বালখেল্যতা দেখান না। অতি সাধারণ মানুষের মতই তিনি দৈনন্দিন জীবনকে এগিয়ে নিয়ে যেতে আছে। কিন্তু রাজনীতির বাইরে থেকে যদি সমাজকে কিছু দেয়া যায় তা হলে প্রতিপক্ষ সৃষ্টি হয় না। তাতে প্রতিবন্ধকতা থাকে না। নিজের মতো করেই সমাজের জন্য কাজ করা যায়। সমাজের গরীব মানুগুলির নুন্যতম চাহিদা পূরণ করে তাদের মুখের অকৃত্রিম হাসি দেখতে পাওয়াটা সবার ভাগ্যে জোটে না। অকৃত্রিম হাসি দেখার সৌভাগ্য কয়জন মানুষের ভাগ্যে জোটে? বিশিষ্ট দানবীর, সমাজ সেবক হাজী মোঃ আব্দুল মালেক বুলবুলের মতো দেশের প্রতিটি জনপদে একজন করে মানুষও সমাজের জন্য নিবেদিত হতো তা হলে দেশটি সত্যিকার অর্থেই সোনার বাংলায় রূপ নিত। রাজনীতির বাইরে থেকে সমাজ ও রাষ্ট্রের জন্য কাজ করা যায় তার উৎকৃষ্ট উদাহরণ তিনি। সমাজ জাতি ও রাষ্ট্রের জন্য প্রতিটি জনপদে একজন করে হলেও সমাজ দরদী হাজী মোঃ আব্দুল মালেক বুলবুল প্রয়োজন। তার মতো দানশীল ব্যক্তি প্রতিটি জনপদে আজ অতিপ্রয়োজন হয়ে দেখা দিয়েছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

1 × 5 =