বর্নাঢ্য আয়োজনে উদ্বোধন করা হলো প্রেম’স কালেকশনস্ এর শোরুম

0
1256

আধুনিক, রুচিসম্মত ও বৈচিত্রময় লাইফ স্টাইল পণ্য ক্রেতাদের দোরগোড়ায় পৌঁছে দিতে, বিশেষ মুহূর্তকে ভালবাসার রঙ্গে রাঙ্গিয়ে দিতে বাংলাদেশের বাজারে এসেছে প্রেম’স কালেকশনস্ । এদেশের ফ্যাশন সচেতন মানুষের কথা মাথায় এনে ঐতিহ্য ও আধুনিকতা বিবেচনা করে প্রাচ্য ও পাশ্চত্যের এক অপূর্ব সমন্বয় দিয়ে তৈরী করা হয়েছে প্রতিটি পোষাক। প্রতিটি বুননে রয়েছে আভিজাত্যের ছোয়াঁ।
সদ্য প্রতিষ্ঠিত এই ফ্যাশন হাউজের কর্তাব্যক্তিরা জানান যদিও আজ েেপ্রম’স কালেকশনস আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে কিন্তু আমাদের রয়েছে প্রায় অর্ধ শতাব্দীর সফল অভিজ্ঞতা। এদেশের সব শ্রেণি ও পেশার মানুষে সাথে রয়েছে আমাদের দীর্ঘ দিনের পরিচয়। এছাড়াও প্রেম’স কালেকশনের অন্যতম কর্ণধর জনাব প্রেম ভামবানীর নিবিঢ় পরিচর্যায় রয়েছে প্রতিষ্ঠানটি।  আমরা শতভাগ আশাবাদী যে আমার তাদের ফ্যাশন চাহিদা পূরণ করতে পারব।
২৫ মে ২০১৭ রোজ বৃহস্পতিবার বিকেল ৬ টায় ৬৮/১ গুলশান এভিনিউ, গুলশান-১ ঢাকায় প্রেম’স কালেকশনস্ এর উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বানিজ্য মন্ত্রী জনাব তোফায়েল আহমেদ (এমপি), মিডিয়া অঙ্গণ ও ফ্যাশন জগতের গুনীজনেরা, এফবিসিসিআই এর পরিচালক, ডায়মন্ড ওয়ার্ল্ড ও প্রেম’স কালেকমনস্ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব দিলীপ কুমার আগরওয়ালা, জনাব প্রেম ভমবানী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
জনাব দিলীপ কুমার বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা এদেশের অবকাঠামো, ম্যানপাওয়ার, ডিজাইন ও বিশ্বমানের প্রযুক্তি ব্যবহার করছি ফলে একই সাথে তৈরী হচ্ছে কর্মসংস্থান। এছাড়াও যারা বিভিন্ন উপলক্ষে কেনাকাটর জন্য বিদেশমূখী হন তাদের জন্য প্রেম’স কালেকশনের তরফ থেকে রইল বিশেষ নিমন্ত্রণ। আপনারা আসুন, ঘুরে যান আমাদের শোরুম আশা করছি আপনাদের প্রত্যাশা পূরণ হবে। শুরুতে আমরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণস্থানে আমাদের আউটলেট চালু করলেও ধীরে ধীরে দেশের প্রতিটি প্রান্তে আমরা ছড়িয়ে যাব।  আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।
উদ্বোধন শেষে মাননীয় বানিজ্য মন্ত্রী শোরুমটির বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জানান দেশ এগিয়ে যাচ্ছে তার প্রমান আজ দেশে প্রম’স কালেকশনস্ এর মতো প্রতিষ্ঠান মতো ভালো প্রতিষ্ঠানের গঠে ওঠা।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

two × 5 =