বাংলাদেশ তাঁতী লীগের কমিটি পুণঃগঠনের দাবি

0
1218

ষ্টাফ রিপোর্টার: বাংলাদেশ তাঁতী লীগের কমিটি পুনঃগঠনের দাবি জানিয়েছেন সংগঠনের সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এনাজুর রহমান চৌধুরী। গতকাল  বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের ভিআপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবী জানান। উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য অভিযোগ করে তিনি বলেন, বাংলাদেশ তাঁতী লীগে নির্বাহী কমিটিতে যুদ্ধাপরাধী জামায়াত, বিএনপি, পিডিপি ও ফ্রিডম পার্টির লোকজনদেরকে অন্তর্ভূক্তি করা হয়েছে। এসব লোকজনদেরকে  মোটা অংকের অর্থের বিনিময়ে পদ পদবী দেয়া হয়। এতে করে তাঁতী লীগের ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদের পদ না দিয়ে হতাশা সৃষ্টি করেন। তিনি বলেন, এ সংবাদ সম্মেলন কোন কমিটি ও শীর্ষ নেতৃবৃন্দের বিপক্ষে নয় বরং অনুপ্রবেশকারী ও যুুদ্ধাপরাধী জামায়াত বিএনপি’র চক্রের গভীর ষড়যন্ত্রের বিরুদ্ধে। তিনি আরো বলেন, বাংলাদেশে স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি নিজেই তাঁতী সমিতি প্রতিষ্ঠা করেন। ১৯৬৫ সালে তিনি অবহেলিত তাঁতীদের দুঃখ দুর্দশা উপলব্ধি করেছিলেন। ১৯৭৫ সালে স্বপরিবারে শহীদ হলেন ঠিক তখনই তাঁতী সমাজ আবারও অভিভাবক শূন্য হয়ে পড়ে। পরবর্তীতে জাতির পিতার যোগ্যকন্যা জননেত্রী শেখ হাসিনা দেশে আসার পর আশার আলো দেখছে তাঁতী সমাজ। তিনি বলেন, ২০০২ সালে তাঁতী সমিতি তথা তৎকালীন তাঁতী লীগকে বাংলাদেশ আওয়ামী লীগ এর সহযোগী সংগঠন হিসেবে মর্যাদা দেন ও অন্তর্ভূক্ত করেন। ২০০৩ সালে একটি আহ্বায়ক কমিটি গঠন করেন। কিন্তু দুঃখের বিষয় সেই স্বপ্ন স্বপ্নই রয়ে গেল অযোগ্য নেতৃবৃন্দের কারণে। প্রায়ত মহামান্য প্রেসিডেন্ট জননেতা জনাব জিল্লুর রহমান ও সভাপতিমন্ডলীর সদস্য আমির হোসেন আমু বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মরহুম আব্দুল জলিল ও বহু জাতীয় নেতৃবৃন্দসহ ২০০৩ সালে আব্দুল জলিল সাহেবে ৫৯ দিনের একটি আহ্বায়ক কমিটি গঠন করলেও আলোর মুখ দেখেনি গত ১৩ বছরে। ২০১৭ সালে এসে জননেত্রী শেখ হাসিনা পিতৃদায় মুক্ত হতে চাইলেন, তিনি উপলব্ধি করলেন প্রকৃত সময় এসেছে তাঁতী লীগকে ন্যায় সংগঠিত করার। গত ১৯ সে মার্চ ২০১৭ ইং প্রায় ১০ হাজার নেতাকর্মী নিয়ে উৎসবমুখর সম্মেলন হলো। উক্ত সম্মেলনে মাননীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সেই দিন ৬ জন সভাপতি ও ৭ জন সাধারণ সম্পাদক প্রার্থিতার জন্য ৭ জনের নাম লেখা হয়। প্রায় ৪ মাস অতিবাহিত হলো নতুন কমিটি আসতে। ২১ জুলাই ২০১৭ইং শনিবার সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের  এর স্বাক্ষরিত জাতীয় কমিটি অনুমোদন হয়। ০২টি পদ শূণ্য রেখে ৯৭টি পদ ঘোষণা করা হয়। ০৬ মাস আগেও অনুমোদিত মহানগর কমিটি ভেঙ্গে দিয়ে ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে উত্তর, দক্ষিণ কমিটি গঠন করা হয়। আগের কমিটির ত্যাগী ও পরিশ্রমি নেতাকর্মীদের বাদ দিয়ে কোন প্রকার আলাপ আলোচনা ছাড়াই ১ সপ্তাহের মধ্যে নতুন কমিটি দেয়া হয়। যাতে জামাত, বিএনপি, পিডিপি ফ্রিডম পার্টির একাদিক সদস্যদেরকে জাতীয় কমিটিতে গুরুত্বপূর্ন পদে পুর¯ৃ‹ত করা হয়। তিনি আরো বলেন, এই কমিটি ঘোষণার পরপরই শীর্ষ নেতৃবৃন্দের কাছে গিয়ে কারণ জানতে চাইলে তারা সময়ক্ষেপণ করছেন। আমরা সচেতন তাঁতী সমাজ আর আশ্বাস নয় এসব বসন্তের কোকিল চেতনার শত্রুুদের কোনভাবে মেনে নেবো না। পদ পদবী নাই, শধু চিহ্নিতদের বহিষ্কার। যোগ্য ত্যাগী নেতাদের নিয়ে তাঁতী লীগের পুনঃ গঠন চাই। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,বীরমুক্তিযোদ্ধা এনাজুর রহমান চৌধুরী, মীর্জা মাহবুব বেগ (বাচ্চু), মোঃ মনির হোসেন, এম এ রাশেদ,আসাদুর রহমান মিথুন, জালাল উদ্দিন রানা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

fourteen − 13 =