বিএনপিসহ দেশের সবল রাজনৈতিক দল অংশ গ্রহণ করবে .

0
1290

ৃৃৃৃৃৃ..বাণিজ্যমন্ত্রী
ঢাকা ০৯ বৈশাখ (২২ এপ্রিল)ঃ

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ২০১৯ সালের নির্ধারিত সময়ে বর্তমান সরকারের অধীনেই সাধারণ নির্বাচনে বিএনপিসহ দেশের সবল রাজনৈতিক দল অংশ গ্রহণ করবে বলে বিশ্বাস করি। শেখ হাসিনা নির্বাচন কালীন সরকারের প্রধানমন্ত্রী থাকবেন। এর বাইওে কিছু চিন্তা করার সুযোগ নেই। আমি মনে করি প্রতিটি দল আগামী সাধারণ নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছে। বাণিজ্যমন্ত্রী বলেন, ১৯৭১ সালের পরাজিত শক্তিকে বিএনপি রাজনীতিতে প্রতিষ্ঠিত করেছে। স্বাধীনতা বিরোধীদের মন্ত্রী বানিয়ে সাম্প্রদায়িক শক্তির জন্ম দিয়েছিল। বাংলাদেশ গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক রাষ্ট্র। এ দেশে সাপ্রদায়িকতার কোন স্থান নেই।

মন্ত্রী আজ ঢাকায় জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে মহিউদ্দিন আহমেদ স্মৃতি পরিষদ আয়োজিত জাতীয় নেতা মহিউদ্দিন আহমেদেও ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় বক্তৃতাকালে এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, মহিউদ্দিন আহমেদ বঙ্গবন্ধুর বিশ্বস্থ ও খুব কাছের বন্ধু ছিলেন। সকল গণতান্ত্রিক আন্দোলনে মহিউদ্দিন আহমেদ বঙ্গবন্ধুর সাথে ছিলেন। মত ও পথের ভিন্নতা থাকলেও তিনি সকলের ঘনিষ্ট ও বড় মাপের নেতা ছিলেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

13 + ten =