বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনের ইন্তেকাল বিভিন্ন মহলের শোক

0
775

স্টাফ রিপোর্টার ॥ রংপুর মহানগরীর মহাদেবপুর নুরপুর নিবাসী বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন (৬২) গতকাল বুধবার বিকেলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না ল্লিলাহে…রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যা সন্তান এবং নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনাগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন হাতিবান্ধার ভোটমারীতে ৬নং সেক্টরের অধীনে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। আজ বৃহস্পতিবার বাদ যোহর নুরপুর বড় কবরস্থান সংলগ্ন মাঠে মরহুমের জানাযার নামাজ শেষে নুরপুর কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফনকার্য সম্পন্ন হবে। জানাযার নামাজ ও দাফনকার্যে মরহুমের সকল আত্মীয়-স্বজন এবং শুভাকাঙ্খিদের উপস্থিত হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
এদিকে বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বরকাতিয়া খানকা শরীফের গদ্দিনসিন শাহ আহমাদ ছাঈদ আহমাদী মোজাদ্দেদী পীর সাহেব, রংপুর মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডার মোছাদ্দেক হোসেন বাবলু, রংপুর পৌরসভার সাবেক কাউন্সিলর নুরপুর নিবাসী বিশিষ্ট সমাজসেবী আনিছুর রহমান আনিছ, রংপুর বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদের আহ্বায়ক ও দৈনিক ইত্তেফাকের রংপুর অফিস প্রধান ওয়াদুদ আলী, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী বিশিষ্ট সমাজসেবী শাহাজাদা আরমান প্রমুখ

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

one × 5 =