ভূমিকম্প সম্পর্কে সরকারিভাবে মানুষকে সচেতন করে তুলতে হবে

0
444

চট্টগ্রাম নাগরিক অধিকার বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সভায় বক্তারা ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে পূর্বপ্রস্তুতির অভাবে ক্ষতির পরিমান বেশি হয় উল্লেখ করে বলেছেন, ভূমিকম্প নিয়ে সবসময় ঢাকা-চট্টগ্রামসহ সারাদেশের মানুষ সবসময় আতঙ্কে থাকে। বিশেষ করে উদ্বেগে কাটে ইট-পাথরে ঘেরা শহুরে মানুষদের জীবন। ২০১৬ সালের ১৩ এপ্রিল বাংলাদেশে রিখটার স্কেলে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল, যার উৎপত্তিস্থল ছিল মিয়ানমারে। তাঁরা বলেন, গত তিন যুগের ইতিহাসে বাংলাদেশে ওইদিনের ভূমিকম্প ছিল সর্বাধিক শক্তিশালী। ওই ভূমিকম্পে চট্টগ্রাম মহানগর ও ফেনী শহরে একটি বহুতল শপিং কমপ্লে¬ক্সসহ নয়টি ভবণ হেলে পড়ে। আতঙ্কে হুড়াহুড়ি করে নামতে গিয়ে কক্সবাজার, চট্টগ্রাম ও সিলেটে ৭৮ জন আহত হয়েছেন। গতকাল রোববার সকালে চট্টগ্রাম নাগরিক অধিকার বাস্তবায়ন সংগ্রাম পরিষদ ও প্রগতিশীল সংবাদপত্র পাঠক লেখক ফোরাম, কেন্দ্রিয় কমিটির যৌথ উদ্যোগে ‘ভূমিকম্প ভীতি, প্রয়োজন দুর্যোগ মোকাবিলার সক্ষমতা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সংগঠনের কেন্দ্রিয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. এনামুল হক লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাহেনা আক্তার হেনা’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা আরো বলেন, ভূমিকম্প এমন এক প্রাকৃতিক দুর্যোগ, যাকে প্রতিরোধ করার কোনো উপায় মানুষের আয়ত্তে থাকে না। এমনকি এর সঠিক পূর্বাভাস দেয়াও সম্ভব হয় না অনেক সময়। তাই ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে পূর্বপ্রস্তুতির অভাবে ক্ষতির পরিমান বেশি হয় এবং ভুমির কম্পনে মানুষের মনে কম্পন সৃষ্টি হলেও ক্ষতি মোকাবেলায় আমাদের দৃশ্যমান প্রস্তুতি নেই। তাঁরা ভূমিকম্প সম্পর্কে সরকারিভাবে মানুষকে সচেতন করাসহ ভূমিকম্প এলে করণীয় কি সে সম্পর্কে সঠিক জ্ঞাণ দিয়ে মানুষকে প্রশিক্ষিত করতে হবে উল্লেখ করে ভূমিকম্পসহ যেকোন দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়াতে এখন থেকেই কার্যকরি পদক্ষেপ গ্রহণের জন্য সরকারি মহলসহ সংশ্লি¬ষ্ট কর্তৃপক্ষের নিকট জোরদাবী জানান। এতে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের উপদেষ্টা ও প্রবীণ শ্রমিক লীগ নেতা মো. নুরুল হক জেহাদী। সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রিয় কমিটির কার্যকরি সভাপতি মো. আমিনুল হক জুয়েল, সিনিয়র সহ-সভাপতি মো. শফিকুর রহমান শফি, সহ-সভাপতি মো. সালাউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন সাজু, দপ্তর সম্পাদক মো. মাসুদ রানা, প্রচার সম্পাদক মো. খোরশেদ আলম, সহ-প্রচার সম্পাদক টুটুল আহমেদ, অর্থ সম্পাদক ইমদাদুল হক ইমন, কার্যকরি সদস্য মো. কামাল হোসেন, মো. রিপন মিয়া, পারভীন বেগম, ইয়ানূর বেগম, সালমা আক্তার প্রমূখ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

two × three =