মিয়ানমারে গণহত্যা নির্যাতনের প্রতিবাদে নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র সভা

0
471

মিয়ানমার সরকার কর্তৃক রোহিঙ্গাদের উপর নির্যাতন, গণহত্যা, নারী ধর্ষণ ও বর্বরতার প্রতিবাদে এবং অবিলম্বে রোহিঙ্গা নির্যাতন বন্ধের দাবীতে চট্টগ্রাম নাগরিক অধিকার বাস্তবায়ন সংগ্রাম পরিষদ ও প্রগতিশীল সংবাদপত্র পাঠক লেখক ফোরাম, কেন্দ্রিয় কমিটির যৌথ উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ গতকাল সকালে সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. এনামুল হক লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাহেনা আক্তার হেনার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কার্যকরি সভাপতি মো. আমিনুল হক জুয়েল, সিনিয়র সহ-সভাপতি শফিকুর রহমান শফি, দপ্তর সম্পাদক মো. মাসুদ রানা, সামশুল হক সুমন, মো. ইমদাদুল হক ইমনসহ প্রমূখ। সমাবেশে বক্তারা বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠির উপর যে বর্বর নির্যাতন চালানো হচ্ছে, তা চরম মানবাধিকার লঙ্ঘন। তাঁরা এ নির্মম নির্যাতন, বর্বরতা বন্ধের দাবী জানান। এদিকে গত ১২ সেপ্টেম্বর একই দাবীতে প্রগতিশীল সংবাদপত্র পাঠক লেখক ফোরাম, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানা কমিটির উদ্যোগে অপর এক প্রতিবাদ সমাবেশ মান্দারপুর গ্রামস্থ থানা কমিটির সভাপতি হোসেন আহমেদ-এর বাসভবণে তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রিয় কমিটির উপদেষ্টা প্রবীণ শ্রমিক নেতা মো. নুরুল হক জেহাদী। বিশেষ অতিথি ছিলেন, মান্দারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাজিম মাষ্টার। বক্তব্য রাখেন, সমাজ সেবক আব্দুল মজিদ, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ জামাল, মো. মাসুদ রানা, জহিরুল হক আকাশ, জাহিদুল হক জাহিদ প্রমূখ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

three × two =