ময়মনসিংহ-৯ আসনে বিএনপির তৃনমূল নেতাকর্মীদের প্রানের দাবী- মামুন বিন আব্দুল মান্নানই যোগ্য প্রার্থী

0
4559

মোঃ আহসানউল্লাহ হাসানঃ
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ময়মনসিংহ-৯ আসনের ভোটারদের মাঝে দেখা দিয়েছে উল্লাসিত জল্পনা কল্পনা। এ আসনে কে পাবে ধানের শীষের টিকেট এই আলোচনার ঝড় বইয়ে চলছে চায়ের দোকান থেকে শুরু করে বেডরুম পর্যন্ত। বিএনপির হাই প্রোফাইল নেতা ৪ বারের নির্বাচিত সংসদ সদস্য খুররম খান চৌধুরী দলীয় নেতা কর্মীদের প্রতি চরম উদাসীনতার কারনে আলোচনায় চলে এসেছে গুরুদয়াল কলেজের সাবেক ছাত্রনেতা মামুন বিন আব্দুল মান্নান। তৎকালীন সময়ে গুরুদয়াল কলেজের সফল ছাত্রদল সংগঠক মামুন বিন আব্দুল মান্নান ছাত্র জীবন থেকে জনসেবার উজ্জল দৃষ্টান্ত। মামলা হামলায় জর্জড়িত নেতাকর্মীদের পাশে দাড়ানোর পাশাপাশি বন্যা দুর্গত নান্দাইল উপজেলাবাসীর পাশে দাড়িয়ে তাদের হৃদয়ে ঠাই নিয়েছেন। তিনি নান্দাইল উপজেলা বিএনপির তৃনমুল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতেও সক্ষম হয়েছেন। তিনি নান্দাইল উপজেলার ১২ টি ইউনিয়নের নেতাকর্মী ও সচেতন ভোটার মহলে আগামী দিনে নেতৃত্বের প্রান কেন্দ্র হিসাবে নাম্বার ওয়ান পয়েন্টে উঠে এসেছেন। সমাজসেবা ও সাংগঠনিক দক্ষতার গুনে ঠাই পেয়েছেন তৃণমুল নেতাকর্মী সহ মানুষের হৃদয়ের মনি কোঠায়। আর তাই অপরাধ বিচিত্রার জনমত জরিপে ময়মনসিংহ-৯ আসনে মামুন বিন আব্দুল মান্নানের পক্ষে স্থানীয় বিএনপির তৃনমুল নেতাকর্মী সহ ভোটাদের মধ্যে গণজোয়ারের চিত্র উঠে এসেছে। কথায় বলে একবার কারো পক্ষ গনজোয়ার শুরু হলে তা কখনই ঠেকানো যায় না। আসলেই কথাটি হেসে উড়িয়ে দেয়ার মতো নয়। তার মান ৭৮রে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গনতান্ত্রিক নির্বাচন, ৯০ সালে স্বৈরাচার পতনের খালেদাজিয়ার বিজয়, ২০০১ সালে চারদলীয়জোটের পক্ষে খালেদাজিয়ার গনজোয়ার। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠিক তেমনি গনজোয়ার সৃষ্টি হয়েছে তেজদীপ্ত,ত্যাগী, পরিচ্ছন্ন ছাত্রনেতা, সফল ব্যবসায়ী, বিশিষ্ট সমাজসেবক, গরীব অসহায়ের বন্ধু, নান্দাইল বিএনপির প্রানের মানুষ মামুন বিন আব্দুল মান্নানকে ঘিরে। বাংলাদেশ-মালয়েশিয়ার যৌথ ব্যবসায়ী ও সমাজসেবায় আত্মনিবেদিত এ মানুষটি পক্ষে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রচার-প্রচারনায় ইতিমধ্যেই মুখরিত হয়েছে উঠেছে ময়মনসিংহ-৯ আসনের প্রতিটি প্রান্তর। এলাকার মানুষ স্ব-উদ্যোগে দেয়ালে দেয়ালে, গাছের ডালে, অলি গলিতে ও রাস্তার দুপাশে লাগাচ্ছে পোষ্টার, ব্যানার ও ফেস্টুন। মাঠে ঘাটে, দোকান পাটে, হোটেল রেস্টুরেন্টে ও চায়ের দোকানেও চলছে একটাই আলাপন এমপি পদে এবার চাই মামুন বিন আব্দুল মান্নানকে । ময়মনসিংহ-৯ আসনের বিএনপির প্রতিটি অঙ্গসংগঠনের নেতাকর্মী, সাধারন ভোটার সহ সর্বস্তরের জনগন তাকে দেখতে চান বিএনপির প্রার্থী হিসাবে। তাদের বিশ্বাস দলীয় মনোনয়ন পেলে বিএনপির রাজনীনিতে জীবন উৎসর্গ করা এই মানুষটি বিজয় অবধারিত, এতে কারো কোন সংশয় নেই, নেই ভোটযুদ্ধে হেরে যাওয়ার কোন সম্ভাবনা। শৈশব থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া দেশনেত্রী বেগম খালেদাজিয়ার আস্থার প্রতীক তরুন প্রজন্মের পথপ্রদর্শক তারেক রহমানের একনিষ্ঠ সৈনিক এই মানুষটি বিএনপির রাজনীতিতেই নিজেকে উৎসর্গ করেছেন। জনগনের সেবা করে চলছেন নিরলস ভাবে। দুরন্ত কিশোর, বিরল প্রতিভাধর মামুন বিন আব্দুল মান্নান তার অফুরন্ত মেধা, পরিশ্রম, অধ্যবসায়, সততা ও মানব সেবার গুনে যেমন তারুন্যের অহংকার তারেক রহমানের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন ঠিক তেমনি ময়মনসিংহ-৯ আসনবাসীর হৃদয় জয় করতেও সক্ষম হয়েছেন। নিজস্ব তহবিল থেকে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির, করবস্থানে তার আর্থিক সহযোগিতা অপরিসীম। অসুস্থ ব্যক্তির চিকিৎসা খরচ, বেকারদের জন্য কর্মসংস্থান, গরীব মেয়ের বিয়ের সময় আর্থিক সহায়তা, দারিদ্র শিক্ষার্থীদের মাঝে বই পুস্তক সহ নগদ অর্থ, এতিম শিশুদের এতিমখানায় সুন্দর জীবন গড়ে তোলার সুব্যবস্থা করে দিয়েছেন। এই মানুষটির ব্যক্তিগত অনুদানে অর্থের অভাবে ঝরে পরা অনেক শিক্ষার্থী ফিরে পেয়েছে তার শিক্ষা জীবন। কন্যাদায় থেকে মুক্তি পেয়েছেন অনেক কন্যাদায়গ্রস্থ পিতা। আমাদের এই দেশে আজও এমন দু-একজন রাজনীতিবিদ দেখা যায় যারা সত্যিকার অর্থেই দেশ ও জাতির কল্যানে রাজনীতি করেন। তারা নিজের সুখ সাচ্ছন্দ্য নিয়ে কখনো ভাবেন না, ভাবেন দেশ ও জাতিকে নিয়ে। তাদের থাকেনা কোন লোভ লালসা, থাকেনা কোন অহমিকা আত্ম অহংকার। রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বিলিয়ে দিয়েই তারা তৃপ্ত। তাদেরকে দেখা যায় মানুষের সুখে প্রানখুলে হাসতে, মানুষের দুঃখে শিশুর মতো করে কাদঁতে। দেশ ও জাতির কল্যানে আত্ম নিবেদিত মায়াভরা মিষ্টি মুখ ও সর্বজন গ্রহনযোগ্য মমতাময়ী আচার-আচরনের অধিকারী পরিচ্ছন্ন এই রাজনীতিবিদ ময়মনসিহ-৯ আসনকে দুর্নীতি মুক্ত, শোভনীয় আধুনিক শহর হিসেবে গড় তোলে দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চান। তাই দলমত নির্বিশেষে ময়মনসিংহ-৯ আসনের সকল স্তরের মানুষই আশা করছেন তাদের আশা আকাঙ্খার প্রতীক মামুন বিন আব্দুল মান্নান আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন পাবেনই এবং নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন। বেতাগৈর ইউনিয়নের ভোটার শওকত হাসান রানা বলেন, খুররম খান চৌধুরী ৪ বার এ আসন থেকে এমপি নির্বাচিত হয়েছেন। তার সময় এখন নতুনদের সুযোগ দেয়া। এখানে তার চাওয়া পাওয়ার আর কিছু নেই, এখন এখানে পরিবর্তন প্রয়োজন, হাই কমান্ডের উচিত হবে মামুন বিন আব্দুল মান্নানকে ধানের শীষের মনোনয়ন দিয়ে নান্দাইলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে তারেক রহমানের হাতকে শক্তিশালী করা। চলবে…

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

three × two =