যুক্তরাজ্যে ঢাকার চেয়েও কম দামে মিলছে ফ্ল্যাট

0
949

যুক্তরাজ্যে ঢাকার চেয়ে কম দামে পাওয়া যাচ্ছে বাড়ি। যুক্তরাজ্যে প্রতি বর্গফুটে আট হাজার বা এর একটু বেশি টাকা হলেই ফ্ল্যাট পাওয়া যাচ্ছে। আর ঢাকায় গুলশান, বনানী, ধানমণ্ডি বা একই মানের এলাকায় ফ্ল্যাট কিনতে প্রতি বর্গফুটের মূল্য পড়ে ৮ থেকে শুরু করে ২০ হাজার টাকা পর্যন্ত। তবে এসব এলাকার কিছু কিছু স্থানে আট হাজারের নিচে আবার অনেক স্থানে ২০ হাজারের বেশিও প্রতি বর্গফুটের দাম পড়ে। খবর ডেইলি মেইলের। সম্প্রতি প্রোপার্টি বিষয়ক ওয়েবসাইট জোপলা যুক্তরাজ্যের বিভিন্ন শহরের ফ্ল্যাটের মূল্যের তালিকা প্রকাশ করেছে। সেখানে লন্ডন শহর ও শহরের বাইরের মূল্য তালিকা রয়েছে। তালিকায় দেখা গেছে, লন্ডনে একটি বাড়ি কিনতে প্রতি বর্গফুটে দাম পড়বে প্রায় ৬৪ হাজার টাকা (৪৯৬ ডলার)। স্থান ভেদে এর কিছু পার্থক্যও আছে। কিন্তু স্কটল্যান্ড, নর্থ ইস্ট বা নর্থ ওয়েস্টে প্রতি বর্গফুটের দাম নয় হাজার থেকে ১১ হাজার টাকা। যুক্তরাজ্যে ফ্ল্যাটের সবচেয়ে বেশি মূল্য ল্যাম্বে, সাউথওয়ার্ক ও হ্যাকনেতে। সেখানে প্রতি বর্গফুটের মূল্য যথাক্রমে প্রায় ৫০ হাজার টাকা (৬২০ ডলার), ৫২ হাজার টাকা (৬৪৯ ডলার) ও ৫৫ হাজার টাকা (৬৮৫ ডলার)। তবে যুক্তরাজ্যে বেশ কয়েকটি এলাকায় ফ্ল্যাটের দাম ঢাকার চেয়ে কম। অনেক ক্ষেত্রে ঢাকার অভিজাত এলাকার বাড়ির মূল্যের অর্ধেকেরও কম মূল্যে ফ্ল্যাট বিক্রি হচ্ছে। এর মধ্যে ফ্ল্যাটের মূল্য সবচেয়ে কম সাউথ ওয়েলসের ব্লায়েনু জেন্ট এলাকায়। সেখানে প্রতি বর্গফুটের দাম ছয় হাজার টাকা (৭৯ ডলার)। আর নর্থ ওয়েস্টের বার্ন লে’তে প্রতি বর্গফুটের দাম পড়বে সাত হাজার টাকা (৮৭ ডলার)। এছাড়াও অন্তত সাতটি এলাকা রয়েছে যেখানে প্রতি বর্গফুটের দাম আট হাজার টাকার (১০০ ডলার) নিচে। আর বর্গফুটপ্রতি আট হাজার থেকে ১৬ হাজার (১০০-২০০ ডলার) টাকার মধ্যে ফ্ল্যাট পাওয়া যায় আরও আটটি এলাকায়।

 

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

3 × five =