রংপুরে নিরাপদ অভিবাসন অভিজ্ঞতা বিনিময় বিভাগীয় দিন ব্যাপী কর্মশালা

0
1264

স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ জাতীয় সংসদের কোকাস অভিবাসন ও উন্নয়ন নিরাপদ অভিবাসন অভিজ্ঞতা বিনিময় রংপুর বিভাগীয় দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার রংপুর পর্যটন মোটেলে বাংলাদেশ জাতীয় সংসদের কোকাস এর আয়োজনে অভিবাসনদের নিয়ে অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি টিপু  মুন্সি এমপি। জাতীয় সংসদের কোকাস সদস্য এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া এমপি’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি চৌধুরী মঞ্জুরুল কবীর, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান, জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক আমেনা পারভীন, কারিগরি প্রশিক্ষণ কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়ারবি’র মহাসচিব মোঃ ফারুক আহমেদ, বাংলাদেশ অভিবাসী অধিকার ফোরাম চেয়ারম্যান নাজমুল আহসান, রংপুর বিভাগীয় আহবায়ক সারওয়ার জামিল খন্দকার, রংপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান তুহিন চৌধুরী, সুজন জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, কন্যা শিশু এ্যাডভোকেসি ফোরামের সভাপতি অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জু, অভিবাসী অধিকার ফোরাম দিনাজপুর আহবায়ক মোজাফফর হোসেন, স্মাট কেয়ার কর্পোরেশনের পরিচালক গোলাম মোস্তফা প্রমুখ। কর্মশালায় রংপুর বিভাগের নিরাপদ অভিবাসন ও বিভিন্ন এনজিওর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ওয়ারবি ফাউন্ডেশনের পরিচালক জেসিয়া খাতুন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

1 × 4 =