রাজাপুরে ডাঃ অলোকেশ সরকারের বদলী স্থগিতের দাবীতে মানববন্ধন

0
877

মোঃ জাকির সিকদার, রাজাপুর (ঝালকাঠি) থেকে
ঝালকাঠির রাজাপুরে প্রানীসম্পদ অধীদপ্তরের চিকিৎসা সেবায় অতি অল্প সময়ের মধ্যে এ উপজেলার মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠা ডাঃ অলোকেশ সরকারের বদলী স্থগিতের দাবীতে মানববন্ধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় রাজাপুর উপজেলার সর্বস্তরের জনগনের আয়োজনে প্রেসক্লাব চত্তরে প্রায় ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ মনববন্ধন কর্মসূচিতে দলমত নির্বিশেষে উপজেলার গরু-ছাগল, হাঁস-মুরগীর খামারী মালিক সহ প্রায় দুই‘শতাদিক নিরীহ জনতা অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, খামারী গোপাল চন্দ শীল, অলক, জালাল, রোমান । বক্তারা বলেন, ডা. অলোকেশ সরকার এখানে আসার পূর্বে তার মত এত ভাল কোন চিকিৎসক এই উপজেলায় কখনও দেখা যায়নি। এচিকিৎসক এখানে আসার পর এ উপজেলার পশু-প্রানী সম্পদ চিকিৎসা সেবার মান উন্নত হয়েছে। তিনি অল্প দিনেই উপজেলার গরীব দুখীর চোখের মনি হয়ে উঠেন। তার এখান থেকে বদলি কোন ভাবেই মেনে নিতে পারছেনা এখানকার নিরিহ জনতা। বক্তারা হুসিয়ারি দিয়ে আরো বলেন, এরপরের যদি তাদের এই ছোট আবদার টুকু পুরন করে তাদের প্রিয় ডাঃ অলোকেশ সরকারের বদলী স্থগিত করা না হয় তবে তারা কঠোর আন্দেলনে যাবে বলে জানায়।
ডঃ আলোকে সরকারের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা সরকারি চাকরীজিবি। কর্তৃপক্ষ যখন চাইলে এক স্থান থেকে অন্য স্থানে যেতে হয়। আমিও তার ব্যতিক্রম নই। আবার কর্তৃপক্ষ চাইলে এই উপজেলায় আমার থাকতে কোন বাধা নেই।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

4 × 2 =