রায়পুরে ছাঁদের উপরে হক পাটওয়ারীর ফল ও সবজীর সৌখিন বাগান

0
1388

আবু মুসা মোহন ঃ- লক্ষ্মীপুর রায়পুরে পৌর ১ নাম্বার ওয়ার্ডে টি সি রোডে চার তলায় মনোয়ারা ভিলার  ছাঁদের উপরে বিভিন্ন ফল,ফুল , ও সবজির বাগান করে সৌখিনতা অর্জন করে তাদের পরিবার ।
আব্দুল হক পাটওয়ারী  চট্রগ্রামে ব্যবসা শেষে নিজ এলাকায় চারতলা একটি বাড়ি নির্মাণ করেন। ওনার স্ত্রী ,দুই মেয়ে ও এক ছেলে রয়েছে । ওদের পরিবারটি ফুল,ফল ও সবজির বাগান করেতে খুব ভালোবাসে ।
সরজমিনে দেখাযায় মনোয়ারা ভিলার চার তলার বাগানে বার মাসী  আম, মন্ডল, জাম্বুুরা, মালটা, আপেল, লেবু, কমলা, বেগুন, মরিচ, ধুন্দুল ও ধনেপাতা  রোপন করে ও এই মৌসুমে গাছ গুলোতে ফুল ফল ধরে থাকতে দেখাযায় ।
আব্দুল হক পাটাওয়ারী জানান, আমি শখ করে বাড়ীর ছাঁদের বাগানটি করি বাগান করতে আমার খুব ভালো লাগে অবসর সময়টি গাছের পরিচর্চা করে কাটাই । আমি কোন প্রশিক্ষ ছাড়াই আমার নিজের বুদ্ধিতে বাগানটি করি ।
আমাকে সহযোগিতা করে আমার স্ত্রী মনোয়ার বেগম ও আমার ছেলের বৌ জাহান সুলতানা তুহিন । বাগানটি আমি না থাকলে ওরা দেখাশোনা করে ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

nineteen − nineteen =