রৌমারীতে বৈরী আবহাওয়া ও টানা বর্ষণে ফসলের ব্যাপক ক্ষতি সাধিত

0
1276

মাজারারুল ইসলাম,রৗমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
এবছরের বৈরী আবহাওয়া ও টানা বর্ষণে রৌমারীতে কৃষি-ক্ষেত্রে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে রবি মৌসুমে সরিষা, গম, কালাই কোন টারই ফলন ভালো হয়নি। ঋতুর সাথে এবছরের আবহাওয়ার কোন মিল খুজে পাওয়া যাচ্ছেনা। শীত মৌসুম শেষ হতে না হতেই ফালগুণ থেকেই এবছর প্রতিনিয়ত বইতে থাকে ঝড়ো-হাওয়া। যারফলে এঅঞ্চলের প্রধার অর্থকরী ফসল পাট উৎপাদন ব্যাহত হয়েছে। অতি বৃষ্টির ফলে পাট অঙ্কুরেই নষ্ট হয়েগেছে।
অতি-বৃষ্টি ও ঝড়ো-হাওয়ায় ইরি-বোরো ধান চিটা হয়েছে। বৃষ্টির পানিতে ডুবে-গেছে হাজার-হাজার একর কাঁচা-পাকা ইরি-বোরো ধান ক্ষেত।একদিকে  লাগাতার বৈরী আবহাওয়া ও অতি বৃষ্টি, তার উপর হটাৎ করে পাহাড়ী ঢল ভারতের আসাম থেকে বয়ে রৌমারী’র সীমান্ত ঘেষা জিনজিরাম নদীতে প্রবেশে করেছে। সেখান থেকে ঢলের পানি হাওর, খাল, বিল ও ডোবার ফসল ক্ষেতে প্রবেশ করে ব্যাপক ক্ষতি সাধন করছে। এব্যাপারে কৃষক মোঃ আব্দুস সবুর, মশিউর, বাচ্চু মিয়া, নজির হেসেন বলেন, একদিকে অতিবৃষ্টি ও বাতাসে ধান চিটা হয়েছে, অপরদিকে পাহাড়ী ঢলে ডোবা, নালা, হাওর ও বিলের ধান তলিয়ে যাচ্ছে, তারমধ্যে একজন শ্রমিক নিতে হয় ৫শ টাকা দিয়ে । বাজারে ১মন ধান বিক্রিকরে পাওয়া যায় ৬শ টাকা । যেখানে উৎপাদন খরচ হয়েছে ৭শ টাকা । গতবছরের তুলনায় এবছর ধান উৎপাদন হবে অর্ধেক। এনিয়ে কৃষকরা হতাস হয়ে পড়েছেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

four × 3 =