শীতলক্ষ্যা নদী দখলের বিরুদ্ধে আন্দোলন করায় সাংবাদিকের নামে প্রাণ কো¤পানির মিথ্যা মামলা

0
464

অপরাধ বিচিত্রাঃ
নরসিংদীর পলাশ উপজেলায় শীতলক্ষা নদী দখল ও দুষণে বিরুদ্ধে অব্যাহৃত আন্দোলন করায় মাহবুব সৈয়দ নামে এক সাংবাদিকের বিরুদ্ধে কো¤পানির গাড়ির মালামাল লুটপাটের একটি মিথ্যা মামলা দায়ের করেছে প্রান ইন্ডাস্ট্রিয়াল পার্ক। মাহবুব সৈয়দ অপরাধ বিচিত্রা (ম্যাগাজিন) এর নরসিংদী জেলা প্রতিনিধি এবং বাঁচাও শীতলক্ষ্যা নদী আন্দোলনের আহবায়ক। প্রতিষ্ঠানের পক্ষ থেকে মামলাটি দায়ের করেন, প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের সিকিউরিটি বিভাগের সহকারী সুপারভাইজার মোঃ ইদ্রিস আলী। পলাশ থানা মামলা নং ২৬। তারিখ ২৭/০৪/২০১৭ ইং। মামলায় বাদী উল্লেখ করেন, গত ২৩ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টায় প্রাণ আর এফএলের দুটি কভার ভ্যান নাটোর থেকে মাল নিয়ে পলাশের কো¤পানিতে আসার পথে ঘোড়াশাল পোষ্ট অফিস গলির মাথায় পৌছালে সাংবাদিক মাহবুব সৈয়দ ও তার সঙ্গি মাহাবুব আলম (বাবু) তাদের পথ রোধ করে গাড়িতে থাকা ড্রাইভারদের মারদর করে গাড়িতে হামলা চালায়। এতে গাড়ির প্রায় ২২ হাজার টাকা ক্ষতি হয়। এছাড়া গাড়িতে থাকা কো¤পানির ৪ লাখ ৩৫ হাজার টাকার মাল লুট করে নিয়ে যায়। মামলার বিষয়ে সাংবাদিক মাহবুব সৈয়দ জানান, এটি আমার বিরুদ্ধে প্রাণ কো¤পানীর একটি ষড়যন্ত্রমুলক পরিক্লিপত মিথ্যা মামলা। এ রকম একটি মামলা আমার বিরুদ্ধে দায়ের করা হয়েছে তা আমি নিজেও জানতাম না। পড়ে আমার এক পরিচিত অ্যাডভোকেটের মাধ্যমে তা জানতে পারি। আমি দীর্ঘদিন যাবৎ শীতলক্ষা নদী দখল ও দূষণের জন্য পলাশের বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে আন্দোলন করেছি। যার ভিতর প্রাণ কো¤পানিও রয়েছে। তারা আন্দোলনকে প্রতিহত করতে পরিকল্পিত ভাবে আমার নামে ও আমার ঘনিষ্ঠ সহোচর মাহাবুল আলম বাবু’র নামে এই মিথ্যা মামলা দায়ের করেছে। এদিকে সাংবাদিক মাহবুব সৈয়দ, এর নামে মিথ্যা মামলার তীব্র  প্রতিবাদ জানিয়ে অপরাধ বিচিত্রার স¤পাদক ও ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গাইনেইজেসন এর চেয়ারম্যান এস এম মোরশেদ বলেন ইতিহাস সাক্ষি দেয় অন্যায়ের বিরুদ্ধে আল্লাহর পক্ষ থেকে কেউ না কেউ সাহস নিয়ে সামনের কাতারে প্রতিবাদের শ্লোগান নিয়ে কথা বলে, সেই কাতারের একজন কলম সৈনিক মাহবুব, ও তার সংগীয় সাথি, যে নদী খেকো প্রান গ্রুপের বিরুদ্ধে প্রতিবাদ করায় হয়রানিমুলক মিথ্যামামলার শিকার হয়েছেন, প্রান পন্যের গুনগত মান, নদী দখল ইত্যাদির প্রতিবাদ করায় তার বিরুদ্ধে প্রশাসনের কতিপয় দুর্নীতিবাজদের ম্যানেজ করে গাড়িভাংচুরের মতন হাস্যকর ভানোয়াট মামলা দাখিল করা হয়েছে, সাংবাদিক মাহবুব একজন মুক্তিযোদ্ধা সন্তান, প্রান গ্রুপের মালিক ছিলেন পাকিস্তানের বন্ধু, একজন কলম সৈনিকের বিরুদ্ধে বাংলাদেশের সাংবাদিক সমাজ চুপ করে থাকবেনা বলে কঠোর হুশিয়ারী দেন। অবিলম্বে মিথ্যা বানোয়াট মামলা প্রত্যাহারের দাবি জানান। পলাশ উপজেল প্রেসক্লাবের সভাপতি এস এম শফি জানান, মাহাবুব শীতলক্ষা নদী নিয়ে দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন পত্রপত্রিকায় ও অনলাইন গনমাধ্যমে লেখালেখি করেছে। এবং নদী দখল ও দূষণে প্রতিবাদ করায় প্রাণ কো¤পানি উদ্দেশ্য প্রনীত ভাবে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। আমরা কো¤পানীর ষড়ষন্ত্র মূলক মিথ্যা মামলার দ্রুত প্রত্যাহারের দাবী জানাচ্ছি। এছাড়াও ওয়ার্ল্ডর হিউম্যান রাইটস ঞাইম রিপাটার্স ফাউন্ডেশন, পলাশ উপজেলা প্রেসক্লাব, নরসিংদী জেলা অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ তিব্র প্রতিবাদ জানান। এব্যাপারে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের এডমিন কামাল আহম্মেদ জানান, মামলাটি হেড অফিসের সিদ্ধান্তে করা হয়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

9 + eight =