শেষ পর্যন্ত হোয়াইটওয়াশ

0
1530

শেষ ম্যাচেও জয় পেল না টাইগাররা। আর তাতে সিরিজের ফল গিয়ে দাঁড়াল ৩-০। অর্থাৎ হোয়াইটওয়াশ। বিদেশের মাঠে গুরুত্বপূর্ণ এ সিরিজে অন্তত একটি ম্যাচে জয় দরকার ছিল টাইগারদের। তবে মাশরাফি বাহিনীর ব্যাটসম্যানদের উইকেট বিলিয়ে দেয়ার চর্চায় সেই আশা আর বাস্তব হল না। ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল টাইগাররা। শুরুটা ভালোই ছিল। তামিম ইকবাল ও ইমরুল কায়েসের দারুণ ব্যাটিংয়ে দল ভালো সংগ্রহ গড়তে পারবে এমনটাই ছিল ধারণা। তবে ১০২ রানের মাথায় ইমরুলের বিদায়ের পর ব্যাটসম্যানদের আশা যাওয়ার মিছিল খুব দ্রুতই দীর্ঘ হয়। উইকেট বিলিয়ে দেয়ায় কেউ কার্পণ্য করেননি। ইমরুলের ৪৪ আর তামিমের ৫৯ রানই ছিল টপ অর্ডারের সর্বোচ্চ সংগ্রহ। বাদ বাকিদের সংগ্রহ উল্লেখ করা মতো কিছু ছিল না। ১০২ রানে এক উইকেটের জায়গায় দ্রুতই ১৭৯ রানে ৭ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।
শেষের দিকে নুরুল হাসান সোহানের মারকুটে ব্যাটিংয়ে যোগ হয় ৪৪ রান। ২৩৬ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ। নিউজিল্যান্ডের পক্ষে মিশেল স্যাটনার ৩৮ রানে ও ম্যাট হেনরি ৫৩ রানে দুটি করে উইকেট নেন। সহজ টার্গেটকে সামনে রেখে ধীর স্থিরভাবে খেলেই দলকে জয়ের বন্দরে ভেড়ানোর কাজ করেন কিউই দলপতি কেন উইলিয়ামসন ও ব্যাটসম্যান নিল ব্রুম। অবশ্য শেষ পর্যন্ত দু’জনেই শতকের কাছে গিয়েও শতকের স্বাদ না নিয়ে মাঠ ছেড়েছেন। এর মধ্যে নিল ব্রুম ৯৭ রান করে মোস্তাফিজের বলে আউট হয়ে মাঠ ছাড়েন। আর উইলিয়ামসন ৯৫ রানে অপরাজিত থেকেই জয় নিয়ে প্যাভিলিয়নে ফেরেন। অবশ্য প্রথম ওভারেই উইকেট নিয়ে ম্যাচ জয়ের সম্ভাবনা সৃষ্টি করেছিলেন কাটার মাস্টার। মোস্তাফিজের বলে ১০ রানের মাথায় টম ল্যাথাম (৪) মাঠ ছাড়েন। তার বিদায়ের পর দলের হাল ধরেন দলপতি উইলিয়ামসন। দ্বিতীয় ওভারেই আবারও ছোবল দেন মোস্তাফিজ। সেই ছোবলে সদ্য মাঠে নামা নিল ব্রুমকে বিদায় নিতে হতো। তবে ইমরুল কায়েস সহজ ক্যাচ ছেড়ে দিয়ে আশার আলোকে দুর্বল করে দেন। এর খেসারতই দিতে হয় টাইগারদের। উইলিয়ামসন ও ব্রুম মিলেই দলকে জয়ের বন্দরে ভেড়ানোর সব কাজ সম্পন্ন করেন। কেন উইলিয়ামসন মাত্র ৫৫ বল খরচ করে তুলে নেন নিজের অর্ধশতক। এর মধ্যে ছিল ৬ চার আর ১ ছয়ের মার। তাকে যোগ্য সঙ্গ দেন নিল ব্রুম। তিনিও দ্রুতই অর্ধশতক তুলে নেন। তবে শতকের খুব কাছ থেকে আক্ষেপ নিয়েই প্যাভিলিয়নে ফিরতে হয় তাকে। মোস্তাফিজের বলে আউট হওয়ার আগে ৯৭ রান করেন ব্রুম। এতে ছিল ১২ চার ও ১ ছয়ের মার। ২৩৭ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামা কিউইদের হয়ে শেষ পর্যন্ত হার না মানা ৯৫ রান করেন অধিনায়ক উইলিয়ামসন। ৯ চার ও ১ ছয়ের মার। আর তাকে শেষ পর্যন্ত সঙ্গ দেয়া জেমস নিশাম করেন ২৮ রান। এতে ছিল ৩ চার ও ১ ছয়। টাইগারদের হোয়াইটওয়াশ করে মাঠ ছাড়ে কিউইরা।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

one × 3 =