‘শ্রমিক কারো করুনা চায়না’ তাদের সঠিক মজুরী দিতে হবে,মেয়র মনির

0
1428

আল-আমিন এম তাওহীদ ভোলা প্রতিনিধিঃ
ভোলা জেলা যুবলীগের সভাপতি ও পৌর-মেয়র মনিরুজ্জামান মনির বলেছেন, শ্রমিক কারো করুনা চায়না তারা সঠিক মজুরী চায়। শ্রমিকের শরিরের ঘাম শুকানোর সাথে সাথে তাদের মজুরী পরিশোধ করতে হবে। শ্রমিকদেরকে ভালোবাসতে হবে তাদের সঙ্গে সুন্দর আচারণ করতে হবে। শ্রমিকেরা আমাদের দেশে অনেক পরিশ্রম করেন। তাদের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবোনা বলে মন্তব্য করেছেন মেয়র মনিরুজ্জামান মনির।
এসময় তিনি আরো বলেন, বাংলাদেশ একটি ডিজিটাল দেশে পরিনত হয়েছে। খাদ্য, বাসস্থান, চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান,রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়নে বাংলাদেশ আজ ভরপুর। আমার নেত্রী বঙ্গবন্ধুর ম্যানস কন্যা জননেত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দেশকে ক্ষুদা দারিদ্র মুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছেন। আমাদের দেশের শ্রমিকেরা নায্যমূল্য, নায্য অধিকার তারা পাচ্ছে। সঠিক সময়ে তাদের সঠিক মূল্য পাচ্ছে। সোমবার সকাল ১০টায় ভোলা টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়ের ভাষাণী মঞ্চে ১লা মে জাতীয় শ্রমিক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ শ্রমিকলীগ ভোলা জেলা শাখা’র আয়োজনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
দুনিয়ার মজদুর এক হও, এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় ভোলা জেলা শ্রমিকলীগের আয়োজনে ১লা মে জাতীয় শ্রমিক দিবসটি যথাযত মর্যাদায় পালিত হয়েছে। ভোলা জেলা শ্রমিকলীগের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে, এসময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ আব্দুল মমিন টুলু। ভোলা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আশরাফুজ্জামান (লাভু), ভোলা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ¦ মোহাম্মাদ ইউনুস, ভোলা জেলা আ’লীগের সমাজ কল্যান বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফি, ভোলা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান (আতিক), ভোলা জেলা যুবলীগের প্রচার সম্পাদক সামস-উল আলম মিঠু, ভোলা জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ও কমিশনার শাহে-আলম, ভোলা জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক আবিদুল আলম আবিদসহ শ্রমিকলীগের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে আলোচনার সভার মধ্য দিয়ে একটি বিশাল শোভাযাত্রা ভাষাণী মঞ্চ মাঠ থেকে বের হয়ে ভোলা শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদিক্ষণ করেন। পরে সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে সভা সমাপ্তি ঘোষনা করা হয়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

4 × three =