সততা ও পরিশ্রম মানুষকে উন্নতির শীর্ষে নেয় …..মোঃ জুয়েল গাজী

0
1984

এম.পি.চৌধুরীঃ
রাজধানীর সবুজবাগ থানাধীন নেওয়াজবাগ মইেনরোড সংলগ্ন ব্যাংক কলোনী, দীর্ঘ ৩৫ বছর অত্যন্ত সফলতার সাথে সততা, নিষ্ঠা, দায়িত্ব সম্পূর্ণ, অঙ্গীকার বদ্ধ। ভদ্র আচরন এবং কর্তব্য পরায়নতা উদ্দেশ্যে নিয়ে যিনি তিল তিল করে নানা ঘাত-প্রতিঘাত, ঝড়-বন্যা-সুখ-দুঃখ-হাসি-কান্না এমনকি অভাবকে নিজের ভেতরে লুকিয়ে রেখে অসম্ভব মেধা ও বিচক্ষনতার দ্বারা “মেসার্স গাজী টিম্বার এন্ড স’মিল এবং মেসার্স গাজী টিম্বার ট্রেডার্স” নামের নানা উন্নত জাতের গাছ এনে কাঠ তৈরী করাার মান সম্মত নিপুনতা দেখিয়ে সমাজ ও দেশের সুনাম রাখতে সক্ষম হয়েছেন সেই কর্তব্য পরায়ন ও নিষ্ঠাবান, সমাজ সেবক, বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি, দানবীর অন্যায়ের বলিষ্ঠ কন্ঠস্বর। ন্যায় বিচারক এবং অসহায়দের পাশে থাকার অঙ্গীকার বদ্ধ মোঃ জুয়েল গাজী বলেনঃ-আমি খূব কষ্ট করে নানা ঘাত-প্রতিঘাতের মধ্যে অন্যর কাছে না খেয়ে দিনের পর দিন নিষ্ঠার সাথে কাজ শিখেছি এবং করেছি। অথচ আজ এমন লোক হয়তবা কমই আছে যারা কাজকে ভালবাসে, আমি কখনও মিথ্যাকে ভালবাসি না, মিথ্যার মাধ্যমে ব্যবসা করিনা, লোক ঠকাইনা মানুষকে ছোট করিনা, কাজকে ভয় পাইনা। আমার কষ্ট ১টি গাছ আমাদের অক্সিজেন দেয়, ফল-ফুল শোভা সবই গাছ থেকে পাই অথচ গাছকে কেউ ভালবাসেনা। কেউ গাছ লাগায় না-ফলে দেশে নদী ভাঙ্গন, খাদ্যর অভাব, বন্যা-খড়া লেগেই আছে, ফলে দেশ উন্নতির দিকে কিভাবে যাবে বলুন? তাছাড়া গাছ না থাকার কারনে সেগুন, গর্জন, শাল সহ নানা নামী ও দামী গাছ গুলো বিলুপ্ত হতে চলেছে ফলে বাইরে থেকে নানা কাঠ বা এই জাতীয় রেডিমেড ফার্নিচার, সকলে কিনছে কে কাঠ দিয়ে ঘর সাজাবে, তাই আমাদের ব্যবসার মন্দা যাচ্ছে তাছাড়া আমাদের দেশের প্রায় বন উজাড় করে বাড়িঘর অফিস বানান হচ্ছে এটাও একটা বড় অধপতন ও ক্ষতি, তাছাড়া সুন্দরবন বান্দরবন, রাঙ্গামাটি, চট্টগ্রাম হতে কাঠের ট্রাক গুলো হতে যে ভাবে চাঁদা দিতে হয় তাতে লাভের আশা শুন্য তাই বিষয়গুলো আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-দৃষ্টি কামনা করছি আসছে ঈদুল ফিতর ও ঈদুল আযহার শুভেচ্ছা রইল ১ টি কথাই সকলের উদ্দেশ্যে বলতে চাই সততা ও পরিশ্রম মানুষকে উন্নতির শীর্ষে নেয়। ধন্যবাদ

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

14 − 11 =