সিলেটের ফেঞ্চুগঞ্জ বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকান্ড

0
784

সিলেটের ফেঞ্চুগঞ্জে সোমবার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। সোমবার (১১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ফেঞ্চুগঞ্জ পালবাড়ি এলাকার ২৩০ কেভি সাব স্টেশনে এ আগুনের ঘটনা

ঘটে বলে জানিয়েছেন সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক এবিএম ফেরদৌস। অগ্নিকাণ্ডের পরপরই সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও কুমিল্লার কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ আপাতত বন্ধ রয়েছে। বিদ্যুৎ বিতরণ বিভাগ সিলেটের প্রধান প্রকৌশলী রতন কুমার জানান, বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। পাঁচটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও জানান, সাব-স্টেশনের ৩শ’ এম বিপিএ ট্রান্সফরমারে আগুন ধরায় বেশ কিছু এলাকা বিদ্যুৎবিহীন রয়েছে। এসব এলাকায় বিদ্যুৎ সংযোগ দিতে হলে আরও কয়েকদিন সময় লাগবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এই সাব স্টেশন থেকে হবিগঞ্জের বিবিয়ানা গ্যাস ক্ষেত্রে বিদ্যু সরবরাহ করা হয়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

fourteen − 13 =