সুয়ারেজ ও পাওলিনহো জোড়া গোল

0
733

স্প্যানিশ লা লিগায় দারুণ জয় পেয়েছে বার্সেলোনা। রোববার রাতে দেপোর্তিভো লা করুনাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে কাতালানরা। ঘরের মাঠে বার্সেলোনার হয়ে লুইস সুয়ারেজ ও পাওলিনহো জোড়া গোল করেন। লিওনেল মেসি পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ না হলে আরো বড় ব্যবধানে জিততে পারতো বার্সা। ন্যু-ক্যাম্পে খেলার ২৯তম মিনিটে মেসির

পাস থেকে গোলমুখে থেকে আলতো শটে লক্ষ্যভেদ করে বার্সেলোনাকে এগিয়ে নেন সুয়ারেজ। বিরতির চার মিনিট আগে বক্সের ভেতর থেকে মেসির নেয়া শট পোস্টে লেগে ফিরে আসলে ফিরতি বলে দারুণ ফিনিশিংয়ে দেপোর্তিভোর জাল কাঁপান পাওলিনহো। বিরতির পরপরই বার্সেলোনার জয় নিশ্চিত করেন সুয়ারেজ। ৪৭তম মিনিটে সতীর্থের বাড়ানো পাস থেকে পেনাল্টি বক্সের ভেতর থেকে দারুণ ফিনিশিংয়ে স্কোরলাইন ৩-০ করে ফেলেন উরুগুয়ে ফরোয়ার্ড। ৬৯তম মিনিটে পেনাল্টি বক্সের ভেতরে সুয়ারেজকে বাজে ট্যাকল করেন ফেদেরিকো ভালভার্দে। ফলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। তবে মেসির নেয়া স্পট-কিক দারুণ দক্ষতায় রুখে দেন সফরকারী দলের গোলরক্ষক রুবেল মার্টিনেজ। ৭৭তম মিনিটে বার্সেলোনার বড় জয় নিশ্চিত করেন পাওলিনহো। সুয়ারেজের পাস থেকে বল পেয়ে জর্ডি আলবার নেয়া শট পোস্টে লেগে ফিরে আসলে ফিরতি বলে গোলমুখ থেকে প্রতিপক্ষের জাল কাঁপান পাওলিনহো। ফলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। ফিফা ক্লাব বিশ্বকাপের কারণে রিয়াল মাদ্রিদ খেলার মধ্যে না থাকার সুযোগে দলটির সঙ্গে পয়েন্ট ব্যবধান ১১-তে উন্নীত করেছে বার্সেলোনা। ১৬ ম্যাচ শেষে ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বার্সা। ৩৬ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ দুই নম্বরে রয়েছে। শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদকে হারাতে পারলে শিরোপার পথ অনেকটাই পরিষ্কার হবে লিওনেল মেসিদের।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

19 + 18 =