স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বিএনপি: ফখরুল

0
1444

রিপোর্টার নানা : বিএনপি চেয়াপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তল্লাশি ‘বেআইনী’ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পদত্যাগ দাবি করেছে দলটি। রোববার (২১ মে) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি করেন। মির্জা ফখরুল বলেন, ‘সরকার বেআইনীভাবে খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশি করেছে এই জন্য আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। আমরা মনে করি যা করা হয়েছে এটা সম্পূর্ণ বেআইনী কাজ। এর জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব দিতে হবে  এবং এর দায় নিতে হবে।’ তিনি আরও বলেন, ‘পুলিশ মিথ্যা অভিযোগ এনে তল্লাশি চালিয়েছে। এটা বাংলাদেশের রাজনীতিতে নজীরবিহীন ঘটনা। বেআইনীভাবে পুলিশি তল্লাশি অশনি সংকেত বহন করছে।’ ফখরুল বলেন, ‘আমরা (বিএনপি) দেশে যখন একটি শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চায় করার উদ্যোগ নিয়েছি, ভিশন ২০৩০ দিয়েছি। তার পরই এই ধরনের একটি আগ্রাসন দেশে গণতন্ত্রের যে নূন্যতম সুযোগ আছে তাও ধ্বংস করে দিয়েছে। ’ খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশিকে নজিরাবহীন ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ‘খালেদা জিয়ার কার্যালয়ে পুলিশের হানা আবারও প্রমাণ হলো  সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। গণতান্ত্রিক প্রতিষ্ঠান গুলোকে তারা ধ্বংস করেছে, মানুষের অধিকার হরণ করেছে।’ দেশে গত কয়েক দিন ধরে গণগ্রেফতার শুরু হয়েছে এমন অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, ‘কুষ্টিয়া সদর থেকে  গত রাতে বিএনপির ১৭ জন, সাতক্ষীরায় ৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এভাবে সারা দেশে সরকার আবার নতুন করে গণগ্রেফতার শুরু করেছে। ’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন,অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, হাবিব উন নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, শ্যামা ওবায়েদ প্রমুখ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

twenty − eighteen =