হামলা থেকে আমিও নিরাপদ নই: তথ্যমন্ত্রী

0
932
স্টাফ রিপোর্টার : তথ্যমন্ত্রী  হাসানুল হক ইনু বলেছেন, হামলা থেকে আমিও নিরাপদ নই। একের পর এক লেখক ও ব্লগার হত্যায় উদ্বেগের কথা উল্লেখ করে  সার্বক্ষণিক সরকারি প্রটোকলে থাকা তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু নিজেও নিরাপদ নন বলে জানিয়েছেন।

তিনি রোববার সাংবাদিকদের বলেন, ‘গোপন-অতর্কিত হামলা থেকে কেউই নিরাপদ নয়, আমিও নই।’

মন্ত্রী আজ দুর্বৃত্তদের হামলায় আহত প্রকাশনা প্রতিষ্ঠান শুদ্ধস্বরের স্বত্বাধিকারী আহমেদুর রশীদ টুটুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান।

সেখানে আহত আরো দুজন কবি ও ব্লগার তারেক রহিম এবং রণদীপম বসু চিকিৎসাধীন। তিনি তাদের চিকিৎসারও খোঁজখবর নেন।

তবে ইনু দাবি করেন, পুলিশ নাশকতা দমনে যেভাবে দক্ষতার পরিচয় দিয়েছে, সেভাবে ধর্মান্ধ গোষ্ঠীর কর্মকাণ্ড নিয়ন্ত্রণে দক্ষতা দেখাতে পারেনি।

একের পর এক ব্লগার হত্যার তদন্তে সুস্পষ্ট কোনো অগ্রগতি আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের গণতান্ত্রিক আবহের মধ্যদিয়ে যেতে হচ্ছে। এজন্য এসব ঘটনা নিয়ে তাড়াহুড়ো করা যাচ্ছে না।’

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

5 − 5 =