১৮ হজ এজেন্সির বিরুদ্ধে জিডি

0
424

ভিসা পেয়েও এবার হজ করতে সৌদি আরব যেতে পারেননি ৩৬৭ জন হজপ্রত্যাশী। তাদের মধ্যে ৯৮ জন হজযাত্রীর রিপোর্টের ভিত্তিতে হজ অফিস থেকে ১৮টি এজেন্সির বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাফিজুর রহমান মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, এজেন্সিগুলোর বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। কোনো ছাড় দেয়া হবে না। এগুলোর বিরুদ্ধে হজ অফিস জিডি দায়ের করেছে। জিডির সূত্র ধরে মামলা করতে পারি। তদন্তের পর মামলা করব। তিনি বলেন, এবার এক লাখ ২৭ হাজার ৫৯৬ জন ভিসা পেয়েছিলেন। তাদের মধ্যে এক লাখ ২৭ হাজার ২২৯ জন সৌদি গেছেন। সেই হিসাবে ৩৬৭ জন হজে যেতে পারেননি।
তিনি বলেন, ৩৬৭ জনের মধ্যে কেউ অসুস্থতার জন্য, কেউ হজ ফ্লাইটে না গিয়ে অন্য রুটে বা মারা যাওয়ার কারণে হজে যায়নি।
হাফিজুর রহমান বলেন, সব রিপোর্ট পাওয়ার পর কতজন হজে যাননি, সেই সংখ্যা নিশ্চিত করে বলা যাবে। তিনি বলেন, ৯৮ জন হজযাত্রী ১৮টি হজ এজেন্সির বিরুদ্ধে অভিযোগ করেছেন। অর্থাৎ, যাদের হজে যাওয়ার ইচ্ছা ছিল, তারা যেতে পারেননি। হজে যেতে না পেরে শেষ দিন পর্যন্ত হজযাত্রীরা আশকোনায় কান্নাকাটি করেছেন। হাফিজুর রহমান বলেন, তাদের পাসপোর্ট ছিল, ভিসা ছিল, কিন্তু টিকিট ছিল না। হজ এজেন্সির প্রতিনিধিও হজ ক্যাম্পে উপস্থিত ছিলেন না। আমাদের কাছে ৯৮ জন হজযাত্রীর অভিযোগ রেকর্ডভুক্ত হয়েছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

fifteen − 9 =