বাংলাদেশের অন্যতম পর্যটন নগরী কক্সবাজার শহরকে আর্ন্তজাতিকমানের ডিজিটাল পর্যটন নগরী নির্মাণের লক্ষ্যে জাতীয় যুবজোট, কক্সবাজার জেলা শাখা আগামী পৌর নির্বাচনে মশাল
প্রতিক নিয়ে মেয়র প্রার্থীসহ ১২টি ওয়ার্ডে কাউন্সিলার প্রার্থী দিয়ে প্রতিদ্বন্ধিতা করার সিদ্ধান্ত গৃহিত হয়। কেন্দ্রীয় নির্দেশনার আলোকে সফল তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাসদের সহযোগী সংগঠন জাতীয় যুবজোট আগামী কক্সবাজার পৌরনির্বাচনে মশাল প্রতিক নিয়ে কক্সবাজার শহর উন্নয়নের লক্ষ্যে কাজ করবে বলে অঙ্গীকারবদ্ধ।
০৪ ডিসেম্বর সোমবার বিকাল ৫টায় কক্সবাজারের অভিজাত হোটেলে জাতীয় যুবজোট’র উদ্যোগে সংগঠনের দায়িত্বশীলসভা জাতীয় যুবজোট কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক ও জেলা সভাপতি, জাসদ নেতা রমজান আলী সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জাতীয় যুব জোট কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সাধারণ সম্পাদক জাসদ নেতা অজিত কুমার দাশ হিমু, সহ-সভাপতি জাসদ নেতা আবদুর রহিম, সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক শাহজাহান চৌধুরী শাহীন, যুগ্ম সম্পাদক জাসদ নেতা রফিকুল ইসলাম সিরাজী, যুগ্ম সম্পাদক আজম খান, যুগ্ম সম্পাদক মোঃ জাকের হোসাইন, অর্থ সম্পাদক জাসদ নেতা দিদারুল আলম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খোকন, কৃষি বিষয়ক সম্পাদক একরামুল হক কন্ট্রাক্টার, প্রচার ও প্রকাশনা সম্পাদন সোহেল রানা, যুগ্ম সম্পাদক মোঃ আব্বাস ও মোঃ আমান প্রমুখ নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মহাজোট সরকারের নেতৃত্বে সারা বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতায় কক্সবাজার পৌর নির্বাচনে ডিজিটাল উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের একটি অত্যাধুনিক মডেল পর্যটন নগরী পরিনত করার জন্য যোগ্য নেতৃত্বের প্রয়োজন। সেই লক্ষ্যে জাতীয় যুবজোট মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসী প্রগতিশীল মানুষের প্রতিনিধিত্বশীল কক্সবাজার পৌরসভা দেখতে চায়।
জাসদের সহযোগী সংগঠন জাতীয় যুবজোট কক্সবাজার জেলা মশাল প্রতিক নিয়ে কক্সবাজার পৌরসভার আগামী নির্বাচনে কক্সবাজার পৌরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত নেতৃত্ব ও মহাজোট সরকারের ২০৪১ সালের বাংলাদেশের অংশ হিসাবে উন্নয়ন মূলক কর্মকান্ডের চ্যালেঞ্জ মোকাবেলার মধ্যদিয়ে বঙ্গবন্ধুর কন্যা, মহাজোট নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এগিয়ে যেতে হবে।
সভায়, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে প্রতিদ্বনিদ্ধতা করার মানসে কক্সবাজার জেলা জাতীয় যুবজোট কেন্দ্রীয় সিদ্ধান্তের অংশ হিসাবে উক্ত সভার আয়োজন করা হয়। উক্ত সভায় কক্সবাজার পৌরসভার ১২টি ওয়ার্ডে কাউন্সিলার ও মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের তালিকা তৈরী ও স্বাক্ষাত গ্রহনের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তাব গৃহীত হয়। পাশাপাশি আগামী ১৬ডিসেম্বর মহান বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে পুস্পমাল্য প্রদান ও জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং আলোচনা সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়।