মিয়ানমারকেও কড়া বার্তা মালয়েশিয়ার

0
707

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর দেশটির সেনা অভিযানের প্রতিবাদ জানাতে বিশাল বিক্ষোভের ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক। তার এ ঘোষণার পর শুক্রবার
এ আহ্বানের জবাবে মালয়েশিয়া মিয়ানমারকে কড়া সকর্তবার্তা দিয়েছে।
মালয়েশিয়ার দাবি, রাখাইনে সেনাবাহিনীর নির্যাতনে মুসলিম রোহিঙ্গারা চরম মানবিক সংকটের মধ্যে রয়েছে। খবর চ্যানেল নিউজ এশিয়ার।
এর আগে মিয়ানমার টাইমসের খবরে বলা হয়, আগামীকাল রোববার রোহিঙ্গা ইস্যুতে বিক্ষোভ সমাবেশ করবেন নাজিব রাজাক। তবে কোথায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে তা এখনও জানানো হয়নি।
মালয়েশিয়ার এ অবস্থানের পরিপ্রেক্ষিতে শুক্রবার মিয়ানমারের প্রেসিডেন্ট দফতরের ডেপুটি জেনারেল ইউ জউ হায়ে বলেন, ‘প্রতিবেশী দেশের সার্বভৌমত্বের প্রতি মালয়েশিয়ার শ্রদ্ধা দেখানো উচিত।’
তিনি বলেন, ‘আসিয়ান আঞ্চলিক জোটের মূলনীতিতে একটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার আরেকটি দেশের নেই। আমাদের এ নীতিকে অনুসরণ ও সম্মান দেখানো উচিত।’
ইউ জউ হায়ে আরও বলেন, ‘আমি আশা করব, মালয়েশিয়া এ মূলনীতিকে অনুসরণ করা অব্যাহত রাখবে।’
মিয়ানমারের এ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে শনিবার মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি দিয়েছে।
এতে বলা হয়েছে, মানবিক সংকটের শিকার রোহিঙ্গাদের জন্য রোববার আয়োজিত সংহতি সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী নাজিব রাজাক।
আসিয়ান আঞ্চলিক জোটের মূলনীতি বিষয়ে মিয়ানমারের বক্তব্যের জবাবে মালয়েশিয়া বলছে, প্রতিবেশী ও জোটের সচেতন সদস্য হিসেবে মালয়েশিয়া মনে করে, আসিয়ানের সদস্য মিয়ানমার সরকারেরও উচিত, রোহিঙ্গাদের রক্ষায় পদক্ষেপ নেয়া এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকানো।
মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্যে, আসিয়ানের প্রতিষ্ঠাকালীন দেশ হিসেবে এর মূলনীতি সম্পর্কে মালয়েশিয়া ভালোভাবেই সচেতন রয়েছে।
পাশাপাশি মালয়েশিয়া স্মরণ করিয়ে দেয়, তাদের দেশে অন্তত ৫৬ হাজার রোহিঙ্গা এবং প্রতিবেশী অন্যান্য দেশেও অসংখ্য রোহিঙ্গা আশ্রয় নিয়েছে।
আর এটি এখন আর অভ্যন্তরীণ বিষয় নেই, অন্যতম আন্তর্জাতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে বলে মনে করে মালয়েশিয়া।
দেশটির মতে, ‘এটিই বাস্তবতা যে, শুধুমাত্র রোহিঙ্গারাই মিয়ানমার থেকে বিড়াড়িত ও জাতিগত হত্যার শিকার হচ্ছে।’
মালয়েশিয়া অবিলম্বে মিয়ানমারকে রাখাইনে সেনাবাহিনীর রোহিঙ্গা নিধন বন্ধের আহ্বান জানায়।
একই সঙ্গে দক্ষিণাঞ্চলের দেশগুলোকেও অবশ্যই মিয়ানমারের এই কার্যক্রম বন্ধে এগিয়ে আসার আহ্বান জানায়।
বিবৃতিতে মালয়েশিয়া মিয়ানমারের সরকারকেও রোহিঙ্গা সংকটের সমাধান খুঁজে বের করতে বলেছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

fourteen − 9 =