টাঙ্জগাইলে মজমাট মদ,গাজা সহ বিভিন্ন মাদক ব্যবসা

27
2379

টাঙ্গাইল প্রতিনিধি:- প্রতি বছর মাঘী পূর্নিমার পূর্বে ও পরের সাতদিন সখিপুর উপজেলার দাড়িয়াপুর গ্রামে জমে উঠে হযরত শাহ সুফী ফালু চান চিশতী(রহঃ) উরফে ফাইলা পাগলার মেলা। ভক্ত আশেকান তাদের মান্নত করা গরু,ছাগল,মোরগ,মুরগী,টাকা-পয়সা,আগরবাতি,মোমবাতি,বাতাসা,কদমা নিয়ে হাজির হয় ফাইলা পাগলার মেলায়।

ঢাক ঢোল পিটিয়ে ভক্ত আশেকান ফাইলা পাগলার মাজারে এসে নৃর্ত্যে মেতে উঠে। সেই সাথে জমজমাট হয়ে উঠে মদ,গাজা সহ বিভিন্ন মাদক ব্যবসা। ফাইলা পাগলার মাজারে ২০০৩ সালে জেএমবি কর্তৃক বোমা হামলায় ৫জন স্পটে নিহত হয় এবং ৮জন গুরুতর আহত হয়। বোমা হামলার পর ২/৩ বছর ফাইলা পাগলার মেলা জমে উঠেনি। গত কয়েক বছর যাবৎ মেলা জমে উঠেছে। মেলা চলাকালীন সময়ে ফাইলা পাগলার মাজারের পূর্ব পাশে দিন রাত ২৪ ঘন্টা প্রায় একশত ভক্ত আশেকান পাগল,ফকির গাজা সেবনে মত্ত থাকে। এ সময় প্রায় কোটি টাকার মাদক ব্যবসা হয়। মাদক ব্যবসার পাশাপাশি মেলায় পকেট মারদের আধিক্যও লক্ষ্যনীয়। দাড়িয়াপুর ইউপি সাবেক চেয়ারম্যান মেলা পরিচালনা কমিটির সভাপতি এস এম শাইফুল ইসলাম শামীম বলেন, এ বছর ফাইলা পাগলার মেলার বিশেষ আকষর্ন সার্কাস খেলা,আগামী রবিবার থেকে সার্কাস শুরু হবে। এ বিষয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

five × 5 =