অপরাধ

কথিত সাংবাদিক নামধারী মাইকেলের চাঁদাবাজি ধান্দাবাজি থেকে বাঁচতে চায় রাজধানীবাসি

মিডিয়াকর্মী পরিচয়ে অভিনব কায়দায় একটি চক্রের চাঁদাবাজিতে রাজধানীবাসি দিশেহারা। এদিকে জানা গেছে 

রাজধানীতে তথাকথিত সাংবাদিক নামধারী এক চাঁদাবাজের হুমকি-ধমকি চাঁদাবাজি সহ নানান অপকর্মে রাজধানীবাসি দীর্ঘদিন যাবত অতিষ্ঠ । বিভিন্ন সূত্র অনুসন্ধানে জানা গেছে কথিত ওই নামধারী সাংবাদিকের নাম এম ডি এন মাইকেল । তিনি কুমিল্লা থেকে ডিক্লারেশন প্রাপ্ত একাধিক পত্রিকার নাম ব্যবহার করে সরকারি -বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের  মোবাইলে ক্ষুদে বার্তা পাঠিয়ে হুমকি দিয়ে চাঁদাবাজি করছে এবং তার কথা মত চাঁদা না দিলে তাদের বিরুদ্ধে সংবাদ পত্রে মিথ্যা সংবাদ প্রকাশ  করবে বলে লোকজনকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে হয়রানি করছে এমন গুরুতর একাধিক অভিযোগ উঠেছে কথিত সাংবাদিক  ডি এন এম মাইকেলের বিরুদ্ধে। কথিত সাংবাদিক মাইকেলের এহেন কর্মকাণ্ড থেকে বাঁচতে সম্প্রতি শাহ আলম নামক এক ভুক্তভোগী কুমিল্লা জেলা প্রশাসকের বরাবরে একটি অভিযোগ দায়ের করেছেন। এদিকে আরো জানা গেছে রাজধানী উন্নয়ন কৃতপক্ষ (রাজউকের) একাধিক কর্তার মোবাইলে টাইপ করার নিউজ পাঠিয়ে চাঁদা দাবি করছে। তার কথা মত টাকা না দিলে নিউজ ছাপানোর হুমকি দিয়ে হয়রানি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া সরকারি – বেসরকারি স্বায়ত্ত শাসিত বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীদের মোবাইলে বিভিন্ন সময়  মেসেজ পাঠিয়ে তাদের বিরুদ্ধে নিউজ আছে এই বলে বিভিন্ন অংকের টাকা দাবি করছে তা না হলে পত্রিকায় নিউজ ছাপ ছাপাবে বলে এই বলে হুমকি দিয়ে হয়রানি করছে। অন্যদিকে সূত্রে আরও জানা গেছে রাজধানীতে মাইকেল বহুদিন যাবত এরকম একটি ধান্দাবাজি চক্র গড়ে তোলে সংবাদপত্র ও সংবাদ কর্মীর দোহাই দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজি সহ নানান অপকর্ম করে চলছে। অন্যদিকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের নানানভাবে ব্ল্যাকমেলিং করে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। তারা বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন  কর্মকর্তাদের ফোনে খুদেবার্তা পাঠালেও কারো সাথে সরাসরি যোগাযোগ করেন না। চক্রটি । মোবাইলে বিকাশের মাধ্যমে বিভিন্ন লোককে ব্ল্যাকমেইলিং করে সংবাদকর্মী দোহাই দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে। সম্প্রতি মাইকেল চক্র সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ , ব্যবসায়ী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম ব্যবহার করে ব্ল্যাকমেলিং এর মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে এই ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনীকে দৃষ্টি দিয়ে মাইকেল চক্রের প্রতারণা ধান্দাবাজি চান্দাবাজি সহ নানান অপকর্ম থেকে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও শিল্প প্রতিষ্ঠানের মালিক – ব্যবসায়ীদের জান মাল রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আইন শৃঙ্খলা বাহিনীর নজর দেওয়ার দাবি জানিয়েছেন বিভিন্ন মহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button