ধামইরহাটে ৪ হাজার ৬০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ
নওগাঁর ধামইরহাটে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৪ হাজার ৬শত জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়। ৩০অক্টোবর বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের সামনে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, কৃষি সম্প্রসারণ অফিসার অভিজিৎ কুমার কুন্ডু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার জাহাঙ্গীর রাব্বি প্রমুখ। ২০২৪-২৫ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় সরিষা, মসুর ডাল, খেসারি ডাল, মুগ ডাল,ভূট্টা, সূর্যমুখী, চিনা বাদাম, গম, পিয়াজ ও অরহড় চাষের জন্য নির্ধারিত পরিমাণ বীজ, ডিএপি ও এমওপি বিতরণ করা হয়।#
ধামইরহাটে ইউএনওকে বিদায় সংবর্ধনা
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটের উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন কে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের উদ্যোগে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৩০ অক্টোবর বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম। শিক্ষক সমাজের সঙ্গে শিক্ষানুরাগী ইউএনও আসমা খাতুনের নিবিড় সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য প্রদান করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার রীতা রানী মহন্ত, বীরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল বারী মন্ডল, ইসবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, রাঙ্গামাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু হেনা মুসা প্রমুখ। বিদায়ী ইউএনও আসমা খাতুন মহান পেশা শিক্ষকতার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে সন্ত্রাসমুক্ত, উন্নত বাংলাদেশ গড়ে তুলতে ছাত্রদের সুশিক্ষা প্রদানের অনুরোধ জানান।#
ধামইরহাটে সাংবাদিকদের উদ্যোগে ইউএনও আসমা খাতুনকে বিদায় সংবর্ধনা
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে বিদায়ী ইউএনওকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৩০ অক্টোবর দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে বিদায়ী ইউএনও ও নাটোর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি প্রাপ্ত আসমা খাতুনের হাতে বিদায় সম্মাননা স্মারক তুলে দেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেক ও সাংবাদিক আমজাদ হোসেন। এ সময় উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান, একাডেমিক সুপার ভাইজার কাজল কুমার সরকার সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।