ইসলাম ধর্ম

আবদুল্লাহর পূর্ব-পুরুষ নবী ইসমাঈল আলাইহিস সালামের সেই ঈমানদীপ্ত আত্মত্যাগের কাহিনি কি তোমরা পড়েছো?

আসলে ইসমাঈল আলাইহিস সালামের কুরবানী- আল্লাহর উদ্দেশ্য ছিলো না। আল্লাহ শুধু দেখতে চেয়েছিলেন ইবরাহিম আলাইহিস সালাম তার প্রিয় সন্তান ইসমাঈলকে আল্লাহর উদ্দেশে কুরবান করতে প্রস্তুত কি না। যখন দেখলেন যে ইবরাহিম আলাইহিস সালাম সম্পূর্ণ প্রস্তুত, তখন ছোট্টো ইসমাঈলকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে আল্লাহ আর কী নবীজির জন্ম

করবেন। পরীক্ষায় তো তিনি পাশ করেই ফেললেন। পরীক্ষায় পাশ করলে পুরস্কার মিলে না শাস্তি? নিশ্চয়ই পুরস্কার! আল্লাহও ইবরাহিম আলাইহিস সালামকে নানাভাবে পুরস্কৃত করলেন। প্রথমেই ইসমাঈল আলাইহিস সালামের বদলে কুরবান হলো জান্নাতী দুম্বা। তারপর ইবরাহিম আলাইহিস সালামের বংশেই তিনি পাঠালেন ইসহাক আলাইহিস সালামকে। তারপর ইসহাক আলাইহিস সালামের বংশে পাঠালেন ইয়াকুব আলাইহিস সালামকে। তারপর ইউসূফ আলাইহিস সালামকে। এভাবে একের পর এক নবীর আগমন ঘটলো ইবরাহিম আলাইহিস সালামের বংশে।

এখন বলো, ইসমাঈল আলাইহিস সালাম যদি সত্যি সত্যি কুরবান হয়ে যেতেন, তাহলে কী করে আমাদের প্রিয়নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করতেন তার বংশে?

হ্যাঁ, ঠিক এভাবেই যার ঔরসে জন্ম নেবেন আমাদের নবীজি, যাঁর আগমনে পৃথিবী ধন্য হবে হিদায়াতের আলোকরশ্মিতে, জন্ম নেবে বড়ো বড়ো সভ্যতা ও ইতিহাস, দিশেহারা মানুষ পাবে পথের দিশা, বিভ্রান্ত মানবতা পাবে মুক্তির ঠিকানা, সেই ‘প্রতীক্ষিত নবী’র আগমনের পূর্বেই পিতা আবদুল্লাহ দুনিয়া ছেড়ে চলে যাবেন-এ কেমন করে হয়? এ জন্যেই ঠিক ইসমাঈল আলাইহিস সালামের মতোই আবদুল্লাহকেও ছুরির নিচ থেকে ফিরিয়ে আনা হয়েছিলো।

কী সুন্দর মিল! তাই না?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button