ভোটার তালিকা হালনাগাদ : বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ শুরু
নির্ভুল ভোটার তালিকা তৈরি করতে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। নাগরিকদের ভোগান্তি এড়াতে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং আজ থেকে প্রাথমিক তথ্য সংগ্রহ শুরু হবে।
এই প্রক্রিয়ায় নতুন ভোটার অন্তর্ভুক্তি, তালিকা থেকে বাদ পড়া নাগরিকদের তথ্য সংগ্রহ এবং মৃতদের নাম বাদ দেওয়ার জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। এবার, ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্মগ্রহণকারী সবাইকে অন্তর্ভুক্ত করা হবে।
এতদিনের কার্যক্রমের মধ্যে ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রাথমিক তথ্য সংগ্রহ হবে। এরপর, ৫ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত ভোটারদের বায়োমেট্রিক তথ্য গ্রহণসহ নিবন্ধন করা হবে। ১২ ফেব্রুয়ারি থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ভোটার এলাকা স্থানান্তরের আবেদন গ্রহণ করা হবে এবং মৃতদের নাম বাদ দেওয়া হবে। সব তথ্য ৫ মের মধ্যে সার্ভারে আপলোড করা হবে।
ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী জানিয়েছেন, তথ্য সংগ্রহের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং আইন অনুযায়ী কাজ করতে বলা হয়েছে। সারাদেশে ১১ হাজার ৮০১ জন তত্ত্বাবধায়কের অধীনে ৫৫ হাজার ১৬ জন তথ্য সংগ্রহকারী কাজ করবেন। বর্তমানে খসড়া তালিকায় মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন, এবং নির্বাচন কমিশনের ধারণা, এবার ১৯ লাখ নতুন ভোটার যুক্ত হবে।
এ কার্যক্রমে সহায়তার জন্য ইউএনডিপি নির্বাচন কমিশনকে ১৭৫টি ল্যাপটপ, ২০০ স্ক্যানার এবং ৪ হাজার ৩০০ ব্যাগ দিয়েছে।জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানিয়েছেন, প্রশিক্ষকদের মোটিভেট করার চেষ্টা চলছে এবং ভোটার তালিকা সঠিক রাখা কতটা গুরুত্বপূর্ণ, তা বোঝানোর চেষ্টা করা হচ্ছে।
ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম প্রতিবছর ২ জানুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত চলে। খসড়া তালিকা ২ জানুয়ারি প্রকাশ করা হয়, এবং দাবি-আপত্তির নিষ্পত্তির পর চূড়ান্ত তালিকা ২ মার্চ দেওয়া হয়। এছাড়া, নির্বাচনের বাইরে যেকোনো সময় তালিকা সংশোধন করতে পারে নির্বাচন কমিশন।