বিশ্বভৌগলিকরাজনীতি

‘ছাত্র সমন্বয়কদের ঘোষণাপত্রের দাবিকে পাশ কাটিয়ে যাওয়া ঐতিহাসিক ভুল’

জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্রের দাবিতে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে ‘রাষ্ট্রভাবনা ও কাঙ্ক্ষিত বাংলাদেশ’-এর উদ্যোগে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। 

সভায় চব্বিশের ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থানের একটি ঘোষণাপত্রের মাধ্যমে দালিলিককরণের উদ্যোগকে সমর্থন জানিয়েছেন বক্তারা।তারা জানান, আগামীকাল (বৃহস্পতিবার) রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রধান উপদেষ্টার মধ্যে বৈঠকে এ বিষয়ে তাদের সমর্থন জানাবেন।

বক্তারা বলেন, ‘এই অভ্যুত্থানের লিগ্যাল ইন্সট্রুমেন্ট জারি করা গুরুত্বপূর্ণ। ছাত্র সমন্বয়কদের এই দাবিকে পাশ কাটিয়ে যাওয়া ঐতিহাসিক ভুল।’ 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী এবং রাষ্ট্র ভাবনা ও কাঙ্ক্ষিত বাংলাদেশের প্রধান সমন্বয়ক গোলাম সারোয়ার মিলন।

বক্তব্য দেন- সাবেক সচিব মাসুদ আহমেদ, আবু আলম শহিদ খান, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, গণফ্রন্ট সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আহমেদ আলী শেখ, এবিএম ওয়ালিউর রহমান খান প্রমুখ।

আয়োজক সংগঠনের আহ্বায়ক আসাদুজ্জামানের সভাপতিত্বে সদস্যসচিব নুরুল কাদের সোহেল স্বাগত বক্তব্য দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button