লালমাইয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ জাহাঙ্গীর আলমঃ
বাংলাদেশ নির্বাচন কমিশনের ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচী-২০২৫ উপলক্ষে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারী) লালমাই উপজেলার বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে দিনব্যাপী সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ কর্মশালা শেষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এহসান মুরাদ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এস এম হুমায়ুন কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ দুলাল তালুকদার, কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোঃ মুনীর হোসাইন।
উপজেলা নির্বাচন অফিসার কাজী আক্তার হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা নাজিম উদ্দিন কুমিল্লা আর্দশ সদর উপজেলা নির্বাচন অফিসার সৈয়দা সাদিকা সুলতানা, মুরাদনগর উপজেলা নির্বাচন অফিসার মোঃ সহিদ হোসেন।
বাংলাদেশ নির্বাচন কমিশনের ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচী -২০২৫ আগামী ২০ জানুয়ারী সারাদেশের ন্যায় লালমাই উপজেলায় ৮৬ জন সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী এ কার্যক্রম শুরু করবেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা যায়।
বাংলাদেশের নাগরিক হিসেবে যাদের জন্ম ১ জানুয়ারী ২০০৮ এর পূর্বে তারাই এ ভোটার তালিকা হালনাগাদে তথ্য দিয়ে ভোটার হতে পারবেন। ভোটার তালিকা হালনাগাদ করতে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রত্যকে জন্মসনদ,মাতা-পিতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি বা মৃত হলে মৃত্যু সনদ ,শিক্ষা সনদের ফটোকপি,ওয়ারিশ সনদ, খতিয়ানের ফটোকপি,বিদ্যুৎ বিল, ট্যাক্স রশিদ, বিবাহিত হলে কাবিননামা, প্রবাসী হলে পাসপোর্ট ও ভিসার ফটোকপি, স্থানীয় চেয়ারম্যান কতৃক নাগরিকত্ব সনদ ইত্যাদি প্রমাণাদি সরবরাহ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন জয়, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও লালমাই থিয়েটারের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম সহ উপজেলার দায়িত্ব প্রাপ্ত সুপারভাইজারগন ও তথ্য সংগ্রহকারী প্রশিক্ষণার্থীগন।
প্রধান অতিথি বক্তব্য বলেন, বাংলাদেশে ৫০ শতাংশ মানুষের ভোটার তালিকার তথ্য ভূল ভাবে প্রকাশিত হয়েছে। যার ফলে জনগণ প্রতিটি ক্ষেত্রে ভোগান্তির শিকার হচ্ছেন। আসন্ন ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচী যাতে নির্ভূল ভাবে তথ্য সংগ্রহ ও প্রকাশ করা যায়, সেজন্য সঠিক তথ্য সংগ্রহে আহবান জানান।