হোমিওপ্যাথি ঔষূধ মানুষের ৯০ ভাগ রোগ প্রতিরোধ করে ……….ডাঃ মোঃ মর্তুজা কামাল

0
2675

এম.পি.চৌধুরীঃ
রাজধানীর খিলগাঁও, চৌধুরী পারার বি-৪১২ ইউনান হোমিও ফার্মেসীর স্বত্বাধিকারি ও ডি,এইচ,এম,এস ঢাকা হতে ট্যালেন্ট পুলে সর্বোচ্চ মার্কস নিয়ে হোমিও প্যাথির জগতে অত্যান্ত সুনামের সাথে দীর্ঘ ৯০ বছরে “বাবা মরহুম ডাঃ মোঃ আলী আহমেদ” এর সুনাম নিয়ে নিষ্ঠার সাথে প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন সেই বিশিষ্ট সমাজসেবক, দানবীর, অসহায়দের সহায়ক, দরিদ্রের বন্ধু, ডাক্তারীর জগতের হোমিও প্যাথীর স্বর্ন সম্রাট ডাঃ মোঃ মর্তুজা কামাল বলেন আমার পিতা- মরহুম আলী আহমেদ ছেলেবেলা থেকেই সব-সময়ই চিন্তা করতেন কিভাবে অসহায়দের সেবা করা যায়। তাদের দেহ ও মনটাকে প্রফুল্ল করা যায়-কিভাবে মানব দেহের সকল জটিল রোগগুলো কে চীরতরে শরীর হতে বের করে শরীরকে রোগমুক্ত করা যায়, তাই নিয়ে তিনি রিসার্চ করতেন, দেশী-বিদেশী না হোমিও বই-পত্র পরে জ্ঞান অর্জন সহ চেষ্ঠা করতেন কিভাবে হোমিও প্যাথি প্রেমী লোক জনকে তৈরী করা যায়- অথচ অত্যান্ত দুখের সাথে বলতে হয় আমরা হোমিও প্যাথিকে অনেকে বাকা চোখে দেখি, অথচ হোমিও মা-কারন মার পেট হতে সন্তান জন্ম নেয় এলোপেথি প্রেমী আমরা সকলে কিন্তু পৃথিবী সৃষ্টির শুরু হতে দেখা যায় যে, নানা বড় ছোট রোগের একমাত্র ধংস দাতা এই হোমিও আমরা সামান্য জটিলতা দেখলে নানা ফার্মেসীতে অবঙ্গা, আমাদের মতো এই ক্ষুদ্র দরিদ্র তম দেশেই রয়েছে হোমিও প্যাথির ভাল চিকিৎসা এমনও ঔষুধ আছে যদি ১ নাম্বার হয় তাহলে নিয়মিত ঔষুধ সেবনে সহ রোগ মুক্তি সম্ভব, আবার দীর্ঘদিন ও লাগতে পারে। আমি আহবান করব সম্মানিত সকল শ্রেণী পেশাজীবিকে আপনারা হোমওি ঔষুধ কে তুচ্ছ বা অবহেলা করবেন না-কারণ এর গুনাগুন যদি আপনাকে একবার সারিয়ে তোলে ইনশাল্লাহ অন্য ঔষধকে হয়তো আর তখন গ্রন করতে মন চাইবে না। তবে ঔষুধটি আনল কিনা এক্সপেয়ার ডেট আছে কিনা, পানি মেশানো হয় কিনা, এবং ভাল যোগ্যতা সম্পূর্ণ ডাক্তার কিনা, বিষয়গুলো বিবেচনায় রেখে ঔষূধ নেবেন বা সেবন যোগ্য হলে সেবন করবেন। সকল হোমিও প্যাথি ডাক্তার ও ভক্তবৃন্দকে ঈদুল ফিতর ও ঈদুল আযহার আগাম শুভেচ্ছা রইল আমাকে সকলে দোয়া করবেন পাশাপাশি ১টি শেষ কথা বলব আপনাদের যত জটিল সমস্যাই থাকুক না কেন আমার ইউনান হোমিও ফার্মেসীতে চলে আসবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সু-চিকিৎসার মাধ্যমে সুন্দর শরীর উপস্থাপন দিতে, সকলকে ধন্যবাদ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

3 × one =